
স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমিরর (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদ আদেশ জারি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না।
বুধবার বিকেলে ঢাকা-৮ সংসদীয় আসনের কাকরাইল-রমনা এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হচ্ছে জুলাই সনদ। এই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
এসময় তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে সম্ভব নয়। একজন ভোটার গণভোটের সবগুলো প্রস্তাব পড়ে, বুঝে ভোট দেওয়ার জন্য যেই সময়ের প্রয়োজন একই দিনে জাতীয় নির্বাচন হলে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সময়-সুযোগ পাবে না। ফলে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটিই প্রশ্নবিদ্ধ হবে। হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে, শহীদদের রক্ত বৃথা যাবে। জামায়াতে ইসলামী এদেশের জনগণকে সঙ্গে নিয়ে শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না।
পথসভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা কাকরাইল, রমনা এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, দোকান কর্মচারী ও পথচারীদের মাঝে দলের লিফলেট বিতরণ করেন। এসময় তারা ঢাকা-৮ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমন, রমনা থানা আমির আতিকুর রহমান, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমিরর (ঢাকা-৮ আসনের প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদ আদেশ জারি ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না।
বুধবার বিকেলে ঢাকা-৮ সংসদীয় আসনের কাকরাইল-রমনা এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
ড. হেলাল উদ্দিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত্তি হচ্ছে জুলাই সনদ। এই সনদের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।
এসময় তিনি আরো বলেন, কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে সম্ভব নয়। একজন ভোটার গণভোটের সবগুলো প্রস্তাব পড়ে, বুঝে ভোট দেওয়ার জন্য যেই সময়ের প্রয়োজন একই দিনে জাতীয় নির্বাচন হলে সকল ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সময়-সুযোগ পাবে না। ফলে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটিই প্রশ্নবিদ্ধ হবে। হেলাল উদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে আবারো ফ্যাসিবাদের উত্থান ঘটবে, শহীদদের রক্ত বৃথা যাবে। জামায়াতে ইসলামী এদেশের জনগণকে সঙ্গে নিয়ে শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না।
পথসভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা কাকরাইল, রমনা এলাকার বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, দোকান কর্মচারী ও পথচারীদের মাঝে দলের লিফলেট বিতরণ করেন। এসময় তারা ঢাকা-৮ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমন, রমনা থানা আমির আতিকুর রহমান, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সুলতান উদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা।

এনসিপির পক্ষ থেকে নিষেধ করার পরও গত ১২ অক্টোবর লোকজন নিয়ে মুনতাসির সেখানে বিক্ষোভ করেন। ওই দিন রেড ক্রিসেন্টের বোর্ড সভায় তাকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত হয়। বোর্ড সভায় উপদেষ্টার ভাই মাহবুব আলমও ছিলেন। সভার পর রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে বের হতে গেলে তাকে অবরুদ্ধ করেন মুনতাসির মাহমুদের অনুসারীরা।
১ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন এবং আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এএইচএম ইয়াহইয়ার রহমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে (বিএনপি) প্রার্থী ও তার সহকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এই দাবি জানান।
৩ ঘণ্টা আগে
জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের ওপর নভেম্বরেই গণভোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আগামীকাল বৃহস্পতিবার স্মারকলিপি দেবে জামায়াতে ইসলামী’সহ সমমনা আটটি দল।
৩ ঘণ্টা আগে