চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলায় জড়িতদের শাস্তি দাবি জামায়াতের

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২১: ১৭
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ২১: ৩৩

চট্টগ্রামে (বিএনপি) প্রার্থী ও তার সহকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তি দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার নিজের ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এই দাবি জানান।

জামায়াত আমির লিখেছেন-‘আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তাঁর সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে।

বিজ্ঞাপন

এ ঘটনাটি একান্তই নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন।’

তিনি আরো লিখেন-‘অতীতের মতো এ ধরনের দুঃখজনক ঘটনা নিয়ে কেউ যেন ফাউল গেম খেলতে না পারে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা জরুরি। কারণ ফাউল গেমের সুযোগ নিয়ে সন্ত্রাসী ও খুনিরা আরও বেপরোয়া হয়ে ওঠে, যা কারো জন্যই কল্যাণকর নয়।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত