ফ্যাসিবাদীবিরোধী জাতীয় সরকার গঠনের দাবি যুব বাঙালির

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ২১: ৪৮

দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে ফ্যাসিবাদী বিরোধী নেতৃত্ব, শ্রম-কর্ম-পেশার জনগণ ও রাজনৈতিক দলের প্রতিনিধির সমন্বয়ে জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে যুব বাঙালি। শুক্রবার সংগঠনটির সংগঠক শরিফুল ইসলাম হৃদযয়ের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, 'ছাত্র-যুবসমাজের সাহসী নেতৃত্ব, শ্রম-কর্ম-পেশার জনগণ ও ফ্যাসিবাদ বিরোধী সকল অংশীজনের অংশগ্রহণ এবং ত্যাগের মধ্য দিয়ে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থানের ঐক্যকে সম্মুন্নত রাখতে জাতীয় সরকারের বিকল্প নেই।'

এতে বলা হয়, 'গণঅভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত যেসব রাষ্ট্রীয়, সামাজিক ও রাজনৈতিক কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে, সে সবের কোথাও শ্রম-কর্ম-পেশার সাধারণ জনগণকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি। অথচ সাধারণ জনগণই স্বতঃস্ফূর্তভাবে জীবন বাজি রেখে গণঅভ্যুত্থানকে সফল করেছিলো।'

বিবৃতিতে বলা হয়েছে, 'আমরা আরো দেখছি যে, অনেকেই গণঅভ্যুত্থানকে নিজেদের সাফল্য দাবি করার ঘৃণ্য প্রতিযোগিতায় লিপ্ত। এক্ষেত্রে যুব বাঙালির স্পষ্ট বক্তব্য, দেশটা যেমন কারো বাপের ছিলো না, তেমনি চব্বিশের গণঅভ্যুত্থানও কারো একার সাফল্য নয়। চব্বিশের গণঅভ্যুত্থান এদেশের শ্রম-কর্ম-পেশার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফসল।'

এতে বলা হয়, 'গত ৯ মাসে সামাজিক কর্মকাণ্ড ও দেশ পরিচালনায় শ্রম-কর্ম-পেশার জনগণকে অংশগ্রহণের সুযোগ না দেয়ায় তারা এক রকমের হীনমন্যতায় ভুগছেন; যা কিনা এদেশের জনগণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেখেছিলো।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত