ঢাবিতে ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্র (সিআইআইডি) এবং বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগেরে যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে আজ অনুষ্ঠিত হয়েছে ‘সভ্যতা গঠনে ইসলামের ভূমিকা’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার ।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সিদ্দিকুর রহমান নিজামী। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইরানের রিলিজিয়নস অ্যান্ড ডেনোমিনেশনস ইউনিভার্সিটির অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদি আলীজাদেহ মুসাভি।

বিজ্ঞাপন

সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. শাহ কাওসার মুস্তফা আবুল উলায়ী। সেমিনারে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু সায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফি মো. মোস্তফার সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃধর্মীয় ও আন্তঃসাংস্কৃতিক সংলাপ কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত