
স্পোর্টস রিপোর্টার

ইব্রাহিম জাদরানের পর ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন মোহাম্মদ নবি। তাতে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার ২৯৪ রান। যদিও আবুধাবির গড়পড়তা স্কোর ২৬২। সন্দেহ নেই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য এ স্কোর ছোঁয়া বেশ কঠিন।
রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে ৯৯ রান যোগ করেন ইব্রাহিম জাদরান। গুরবাজ ফেরেন ব্যক্তিগত ৪২ রানে। আর চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ইব্রাহিম জাদরান আরো একবার নার্ভাস নাইন্টিজের শিকার হন। তিনি আউট হন ৯৫ রানে। তার ১১১ বলের এই ইনিংসে ছিল সাতটি চার ও দুই ছক্কা। এটি ছিল তার ক্যারিয়ারের নবম ফিফটি।
শেষ দিকে চার-ছক্কার ঝড় তুলে ৬২* রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন মোহাম্মদ নবি। তার ৩৭ বলের ক্যামিও ইনিংসটি সাজিন ৪ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারির মারে।
ম্যাচে বাংলাদেশের সেরা বোলার সাইফ হাসান। চার ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২৯৩/৯, ৫০ ওভার (গুরবাজ ৪২, ইব্রাহিম ৯৫, সেদিকুল্লাহ ২৯, ওমারজাই ২০, নাবি ৬২*; হাসান ২/৫৭, তানভীর ২/৪৬, মিরাজ ১/৬৭ ও সাইফ ৩/৬)।

ইব্রাহিম জাদরানের পর ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন মোহাম্মদ নবি। তাতে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার ২৯৪ রান। যদিও আবুধাবির গড়পড়তা স্কোর ২৬২। সন্দেহ নেই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য এ স্কোর ছোঁয়া বেশ কঠিন।
রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে ৯৯ রান যোগ করেন ইব্রাহিম জাদরান। গুরবাজ ফেরেন ব্যক্তিগত ৪২ রানে। আর চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ইব্রাহিম জাদরান আরো একবার নার্ভাস নাইন্টিজের শিকার হন। তিনি আউট হন ৯৫ রানে। তার ১১১ বলের এই ইনিংসে ছিল সাতটি চার ও দুই ছক্কা। এটি ছিল তার ক্যারিয়ারের নবম ফিফটি।
শেষ দিকে চার-ছক্কার ঝড় তুলে ৬২* রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন মোহাম্মদ নবি। তার ৩৭ বলের ক্যামিও ইনিংসটি সাজিন ৪ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারির মারে।
ম্যাচে বাংলাদেশের সেরা বোলার সাইফ হাসান। চার ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২৯৩/৯, ৫০ ওভার (গুরবাজ ৪২, ইব্রাহিম ৯৫, সেদিকুল্লাহ ২৯, ওমারজাই ২০, নাবি ৬২*; হাসান ২/৫৭, তানভীর ২/৪৬, মিরাজ ১/৬৭ ও সাইফ ৩/৬)।

আগামী ৩০ অক্টোবর ভারতের গোয়ায় শুরু হবে ফিদে ওয়ার্ল্ড কাপ দাবা-২০২৫। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড় অংশ নিচ্ছেন।
২ ঘণ্টা আগে
৩৪তম জাতীয় সাঁতারে আজ তৃতীয় দিনে আরো তিনটি নতুন রেকর্ড হয়েছে। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ডাইভিং ও ওয়াটার পোলোতে এ রেকর্ডগুলো হয়েছে। সব মিলিয়ে এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড হলো।
৩ ঘণ্টা আগে
সেন্ট্রাল এশিয়া ভলিবল এসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট কাভা কাপে জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। বুধবার উদ্বোধনী দিনে সহজ জয় পেয়েছে তুর্কমেনিস্তানও।
৩ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে কি না, সেটা নিয়েই দেখা দিয়েছিল অনিশ্চয়তা। কিন্তু দশম উইকেটে ক্যাগিসো রাবাদা পার্টনার সেনুরান মুথুসামির সঙ্গে দুরন্ত ব্যাটিং করে লিখে ফেলেছেন নতুন ইতিহাস। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে আজ বুধবার পাকিস্তানের বোলারদের হতাশ করে রেকর্ড গড়েছেন তারকা এ পেসার।
৪ ঘণ্টা আগে