হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার ২৯৪

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২১: ৫৪
আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ২২: ৪২

ইব্রাহিম জাদরানের পর ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন মোহাম্মদ নবি। তাতে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে আফগানিস্তান। হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার ২৯৪ রান। যদিও আবুধাবির গড়পড়তা স্কোর ২৬২। সন্দেহ নেই লাল-সবুজের প্রতিনিধিদের জন্য এ স্কোর ছোঁয়া বেশ কঠিন।

বিজ্ঞাপন

রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে ৯৯ রান যোগ করেন ইব্রাহিম জাদরান। গুরবাজ ফেরেন ব্যক্তিগত ৪২ রানে। আর চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ইব্রাহিম জাদরান আরো একবার নার্ভাস নাইন্টিজের শিকার হন। তিনি আউট হন ৯৫ রানে। তার ১১১ বলের এই ইনিংসে ছিল সাতটি চার ও দুই ছক্কা। এটি ছিল তার ক্যারিয়ারের নবম ফিফটি।

শেষ দিকে চার-ছক্কার ঝড় তুলে ৬২* রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন মোহাম্মদ নবি। তার ৩৭ বলের ক্যামিও ইনিংসটি সাজিন ৪ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারির মারে।

ম্যাচে বাংলাদেশের সেরা বোলার সাইফ হাসান। চার ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২৯৩/৯, ৫০ ওভার (গুরবাজ ৪২, ইব্রাহিম ৯৫, সেদিকুল্লাহ ২৯, ওমারজাই ২০, নাবি ৬২*; হাসান ২/৫৭, তানভীর ২/৪৬, মিরাজ ১/৬৭ ও সাইফ ৩/৬)।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত