স্পোর্টস রিপোর্টার
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই হারে সিরিজ খুইয়ে অধিনায়ক লিটন দাস বারবারই বলেছেন শিশির ম্যাচের ফলে প্রভাব রেখেছে। লিটন দাসের এমন ‘অজুহাতের’ পর অবশ্য প্রশ্ন ওঠে তাহলে কী শিশিরের প্রভাব থাকবে এটা কি জানত না বাংলাদেশ দল? মরুর দেশের আবহাওয়ার সাধারণ আচরণই হলো দিনে গরম ও রাতে ঠান্ডা। এমন জানা পরিবেশের পাশাপাশি আরব আমিরাতে দলের বেশির ভাগ ক্রিকেটারের আছে খেলার অভিজ্ঞতা। ফলে শিশিরের প্রভাব থাকবে এমনটা জানা থাকার কথা ছিল। তবুও হারের জন্য অধিনায়ক ফলাও করে দায় চাপালেন রাতের শিশিরের ওপর। বরং, এমন পরিবেশে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেটা যে নেওয়া হয়নি, তা আর স্বীকার করেননি।
জিম্বাবুয়ে সিরিজ শেষে গত ৪ মে থেকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ দল। ১২ মে পর্যন্ত চলা এই অনুশীলন ক্যাম্পে ছয় দিন ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ফ্লাডলাইটের আলোয় মাত্র দুদিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। যার মধ্যে এক দিন ম্যাচ সিনারিও প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল আর বাকি দিনে নেট সেশনে কাজ করেছেন ক্রিকেটাররা। দেশের মাটিতে দলের কোনো অনুশীলনই রাত সাড়ে ৯টা পার হয়নি। ফলে শিশিরের মধ্যে প্রস্তুতি নেওয়ার সুযোগটাও ছিল না তাদের।
বাংলাদেশ ছাড়ার পর দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে দুই দিন অনুশীলন করেছিল বাংলাদেশ দল। মজার ব্যাপার হলো- সেখানেও স্থানীয় সময় ১০টার মধ্যে অনুশীলন শেষ করে টিম ম্যানেজমেন্ট।
শিশিরের প্রভাব থাকবে এমনটা জানার পরও কেন অনুশীলন সেশনের সময় পিছিয়ে দেওয়া হয়নি? এই প্রশ্নের জবাবে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আমার দেশকে বলেন, ‘পুরো সিদ্ধান্তই আসলে কোচিং প্যানেলের। এর উত্তর তারা ভালো দিতে পারবে। আমার জায়গা থেকে আমি দলের চাওয়া মোতাবেক দল নির্বাচনের কাজ করি। ম্যাচ ও অনুশীলনের পরিকল্পনা থেকে বাকি সবকিছু কোচিং প্যানেলে থাকা কোচরা মিলেই সিদ্ধান্ত নেয়।’
সাবেক নির্বাচক ও কোচ হান্নান সরকার এই প্রসঙ্গে বললেন, ‘বিপিএল বা অন্যান্য ম্যাচের সময় খেলা এগিয়ে নেওয়া হলেও শিশিরের প্রভাব থাকে। তবে আধা ঘণ্টা-এক ঘণ্টা এগিয়ে নিলে প্রভাবটা একটু কম থাকে। এমন কোনো প্রভাব পড়ে আমার মনে হয় না। ক্রিকেটাররা শিশিরের সঙ্গে অভ্যস্ত। শারজায় শিশিরের প্রভাবটা অনেক বেশি ছিল, যেটাতে আমাদের ক্রিকেটাররা অভ্যস্ত না।’
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই হারে সিরিজ খুইয়ে অধিনায়ক লিটন দাস বারবারই বলেছেন শিশির ম্যাচের ফলে প্রভাব রেখেছে। লিটন দাসের এমন ‘অজুহাতের’ পর অবশ্য প্রশ্ন ওঠে তাহলে কী শিশিরের প্রভাব থাকবে এটা কি জানত না বাংলাদেশ দল? মরুর দেশের আবহাওয়ার সাধারণ আচরণই হলো দিনে গরম ও রাতে ঠান্ডা। এমন জানা পরিবেশের পাশাপাশি আরব আমিরাতে দলের বেশির ভাগ ক্রিকেটারের আছে খেলার অভিজ্ঞতা। ফলে শিশিরের প্রভাব থাকবে এমনটা জানা থাকার কথা ছিল। তবুও হারের জন্য অধিনায়ক ফলাও করে দায় চাপালেন রাতের শিশিরের ওপর। বরং, এমন পরিবেশে যে ধরনের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেটা যে নেওয়া হয়নি, তা আর স্বীকার করেননি।
জিম্বাবুয়ে সিরিজ শেষে গত ৪ মে থেকে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে বাংলাদেশ দল। ১২ মে পর্যন্ত চলা এই অনুশীলন ক্যাম্পে ছয় দিন ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। ফ্লাডলাইটের আলোয় মাত্র দুদিন অনুশীলন করেছে বাংলাদেশ দল। যার মধ্যে এক দিন ম্যাচ সিনারিও প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল আর বাকি দিনে নেট সেশনে কাজ করেছেন ক্রিকেটাররা। দেশের মাটিতে দলের কোনো অনুশীলনই রাত সাড়ে ৯টা পার হয়নি। ফলে শিশিরের মধ্যে প্রস্তুতি নেওয়ার সুযোগটাও ছিল না তাদের।
বাংলাদেশ ছাড়ার পর দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে দুই দিন অনুশীলন করেছিল বাংলাদেশ দল। মজার ব্যাপার হলো- সেখানেও স্থানীয় সময় ১০টার মধ্যে অনুশীলন শেষ করে টিম ম্যানেজমেন্ট।
শিশিরের প্রভাব থাকবে এমনটা জানার পরও কেন অনুশীলন সেশনের সময় পিছিয়ে দেওয়া হয়নি? এই প্রশ্নের জবাবে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আমার দেশকে বলেন, ‘পুরো সিদ্ধান্তই আসলে কোচিং প্যানেলের। এর উত্তর তারা ভালো দিতে পারবে। আমার জায়গা থেকে আমি দলের চাওয়া মোতাবেক দল নির্বাচনের কাজ করি। ম্যাচ ও অনুশীলনের পরিকল্পনা থেকে বাকি সবকিছু কোচিং প্যানেলে থাকা কোচরা মিলেই সিদ্ধান্ত নেয়।’
সাবেক নির্বাচক ও কোচ হান্নান সরকার এই প্রসঙ্গে বললেন, ‘বিপিএল বা অন্যান্য ম্যাচের সময় খেলা এগিয়ে নেওয়া হলেও শিশিরের প্রভাব থাকে। তবে আধা ঘণ্টা-এক ঘণ্টা এগিয়ে নিলে প্রভাবটা একটু কম থাকে। এমন কোনো প্রভাব পড়ে আমার মনে হয় না। ক্রিকেটাররা শিশিরের সঙ্গে অভ্যস্ত। শারজায় শিশিরের প্রভাবটা অনেক বেশি ছিল, যেটাতে আমাদের ক্রিকেটাররা অভ্যস্ত না।’
জয় দিয়ে কনকাকাফ গোল্ড কাপ শুরু করেছে মেক্সিকো। শিরোপা ধরে রাখার মিশনে নিজেদের প্রথম ম্যাচে এডসন আলভারেজের জোড়ার গোলে ডোমিনিক রিপাবলিককে ৩-২ গোলে হারিয়েছে তারা। পাঁচ গোলের থ্রিলার জিতে শেষ হাসি হেসেছে মেক্সিকো। কিন্তু প্রথমার্ধের চিত্রনাট্যটা ছিল সম্পূর্ণ উল্টো।
২ ঘণ্টা আগেসিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক আয়ারল্যান্ডকে ৬২ রানে হারিয়েছে অতিথি ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচ দুই ভেসে গেছে বৃষ্টিতে। তাই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-০ তে জিতল উইন্ডিজ।
৫ ঘণ্টা আগেদুর্দান্ত খেলে যাচ্ছেন স্যাম বার্নস। ছন্দটা ধরে রেখে ইউএস ওপেন গলফের শিরোপা জয়ের লড়াইয়ে এগিয়ে রয়েছেন তিনি। তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের চেয়ে ৪ শট কম খেলে লিডারবোর্ডে শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছেন যুক্তরাষ্ট্রের এই গলফার। তৃতীয় দিনে ২৮ বছরের এ খেলোয়াড় পেয়েছেন তিনটি বার্ডি। তবে বোগি মেরেছেন দুটি।
৫ ঘণ্টা আগে