চ্যাম্পিয়নস লিগ: ব্যর্থতার এক মহাকাব্য
স্পোর্টস ডেস্ক
প্রত্যাবর্তনের নয়া গল্প লিখতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। উপহার দিতে চেয়েছিল অবিশ্বাস্য কিছু। ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য মোটেই নতুন কিছু নয়। এটা যেন রিয়ালের নিত্যদিনের অভ্যাস। আর লড়াইটা যদি হয় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, তাহলে তো কথাই নেই। লড়াইয়ে ফেরা তো তাদের মুড়ি-মুড়কির ব্যাপার। কিন্তু এবার ঠিক কথাগুলো খাটলো না রিয়ালের বেলায়। প্রতিপক্ষ আর্সেনাল নিমিষেই বার্নাব্যুর ভয় কাটিয়ে ফেলায় রূপকথার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের। জাদুকরি পারফরম্যান্সে রেমনতাদা করে দেখাতে পারল না রিয়াল। উল্টো লিখে ফেলল ব্যর্থতার এক মহাকাব্য। প্রথম লেগের মতো দাপুটে জয় হয়তো পায়নি গানাররা। তবে দুই লেগ মিলিয়ে যে ব্যবধানে হাসল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা, সেটাকে একরকম ধ্বংসযজ্ঞই বলা চলে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতে এগিয়ে ছিল আর্সেনাল। বুধবার রাতে বার্নাব্যুতে গানাররা উপহার দিলো আরও একটি জাদুকরী পারফরম্যান্স। ফিরতি লেগ ২-১ ব্যবধানে জিতল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল ইংলিশ জায়ান্ট ক্লাবটি। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল বিদায় নিল ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর থেকে।
গত চার বছর ধরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠা রিয়াল জন্য হয়ে পড়েছিল ডাল-ভাত। কিন্তু সহজ কাজটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য হয়ে গেল এবার মহা মুশকিলের ব্যাপার। হিমালয়সম বাধা তারা উতরে যেতে পারল না কিছুতেই। ২০২০ সালের পর এই প্রথম শেষ চারে উঠতে পারল না চ্যাম্পিয়নস লিগের রাজারা। টুর্নামেন্টের রেকর্ড ১৫বারের শিরোপাধারীদের ছিটকে দিয়ে আর্সেনাল শেষ চারে নিজেদের নাম লিখল গুনে গুনে দীর্ঘ ১৬ বছরের বিরতি শেষে। ফাইনালে উঠার লড়াইয়ে লন্ডনের ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।
ঘুরে দাঁড়াতে রিয়াল শুরু থেকেই গোলের দেখা পেতে চেষ্টা করে গেছে। প্রথমার্ধে সেটা তাদের করতেই হতো। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়র-জুড বেলিংহ্যামদের নিয়ে গড়া ত্রয়ী আক্রমণভাগ চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু স্বাগতিকদের সব আক্রমণ ব্যর্থ হয়েছে আর্সেনালের রক্ষণভাগের দুর্ভেদ্য দেয়ালের অসাধারণ দৃঢ়তায়। আক্রমণে কোনো অংশে কম যায়নি আর্সেনালও। রিয়াল ডিফেন্ডারদের নাজেহাল করে ছেড়েছে রীতিমতো গানারদের ফরোয়ার্ড লাইন।
সেমিফাইনালে কে কার মুখোমুখি
আর্সেনাল-পিএসজি
বার্সেলোনা-ইন্টার মিলান
প্রথম লেগ: ২৯ ও ৩০ এপ্রিল
ফিরতি লেগ: ৬ ও ৭ মে
প্রত্যাবর্তনের নয়া গল্প লিখতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। উপহার দিতে চেয়েছিল অবিশ্বাস্য কিছু। ঘুরে দাঁড়ানোটা তাদের জন্য মোটেই নতুন কিছু নয়। এটা যেন রিয়ালের নিত্যদিনের অভ্যাস। আর লড়াইটা যদি হয় নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে, তাহলে তো কথাই নেই। লড়াইয়ে ফেরা তো তাদের মুড়ি-মুড়কির ব্যাপার। কিন্তু এবার ঠিক কথাগুলো খাটলো না রিয়ালের বেলায়। প্রতিপক্ষ আর্সেনাল নিমিষেই বার্নাব্যুর ভয় কাটিয়ে ফেলায় রূপকথার প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না কোচ কার্লো আনচেলত্তির শিষ্যদের। জাদুকরি পারফরম্যান্সে রেমনতাদা করে দেখাতে পারল না রিয়াল। উল্টো লিখে ফেলল ব্যর্থতার এক মহাকাব্য। প্রথম লেগের মতো দাপুটে জয় হয়তো পায়নি গানাররা। তবে দুই লেগ মিলিয়ে যে ব্যবধানে হাসল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা, সেটাকে একরকম ধ্বংসযজ্ঞই বলা চলে।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে জিতে এগিয়ে ছিল আর্সেনাল। বুধবার রাতে বার্নাব্যুতে গানাররা উপহার দিলো আরও একটি জাদুকরী পারফরম্যান্স। ফিরতি লেগ ২-১ ব্যবধানে জিতল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। এতে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট কাটল ইংলিশ জায়ান্ট ক্লাবটি। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল বিদায় নিল ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর থেকে।
গত চার বছর ধরে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠা রিয়াল জন্য হয়ে পড়েছিল ডাল-ভাত। কিন্তু সহজ কাজটা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য হয়ে গেল এবার মহা মুশকিলের ব্যাপার। হিমালয়সম বাধা তারা উতরে যেতে পারল না কিছুতেই। ২০২০ সালের পর এই প্রথম শেষ চারে উঠতে পারল না চ্যাম্পিয়নস লিগের রাজারা। টুর্নামেন্টের রেকর্ড ১৫বারের শিরোপাধারীদের ছিটকে দিয়ে আর্সেনাল শেষ চারে নিজেদের নাম লিখল গুনে গুনে দীর্ঘ ১৬ বছরের বিরতি শেষে। ফাইনালে উঠার লড়াইয়ে লন্ডনের ক্লাবটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি লিগ ওয়ানের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি)।
ঘুরে দাঁড়াতে রিয়াল শুরু থেকেই গোলের দেখা পেতে চেষ্টা করে গেছে। প্রথমার্ধে সেটা তাদের করতেই হতো। কিলিয়ান এমবাপ্পে-ভিনিসিয়ুস জুনিয়র-জুড বেলিংহ্যামদের নিয়ে গড়া ত্রয়ী আক্রমণভাগ চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু স্বাগতিকদের সব আক্রমণ ব্যর্থ হয়েছে আর্সেনালের রক্ষণভাগের দুর্ভেদ্য দেয়ালের অসাধারণ দৃঢ়তায়। আক্রমণে কোনো অংশে কম যায়নি আর্সেনালও। রিয়াল ডিফেন্ডারদের নাজেহাল করে ছেড়েছে রীতিমতো গানারদের ফরোয়ার্ড লাইন।
সেমিফাইনালে কে কার মুখোমুখি
আর্সেনাল-পিএসজি
বার্সেলোনা-ইন্টার মিলান
প্রথম লেগ: ২৯ ও ৩০ এপ্রিল
ফিরতি লেগ: ৬ ও ৭ মে
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
২ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
২ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
২ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
৬ ঘণ্টা আগে