আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জল্পনা-কল্পনার অবসান

লিভারপুলেই থেকে গেলেন সালাহ

স্পোর্টস ডেস্ক
লিভারপুলেই থেকে গেলেন সালাহ

মোহাম্মদ সালাহ’র সঙ্গে লিভারপুলের চুক্তি ছিল চলমান মৌসুম পর্যন্ত। তাই গত কয়েক মাস ধরেই মিশরীয় ফরওয়ার্ডের ভবিষ্যত নিয়ে জল্পনা-কল্পনা চলছিল ফুটবলপাড়ায়। অবশেষে এই ইস্যুতে সব আলোচনার সমাপ্তি ঘটল। লিভারপুলেই থেকেই গেলেন সালাহ।

একাধিক ইউরোপিয়ান গণমাধ্যমের জানায়, সালাহকে ঘিরে পরিকল্পনা সাজিয়েছে সৌদি প্রো লিগের বেশ কিছু ক্লাব। তারকা ফুটবলারের গন্তব্য হতে পারে স্প্যানিশ লা লিগার কোনো ক্লাব, এমন কথাও শোনা গেছে। যদিও এর কোনোটাই বাস্তবে রুপি নিলো না। লিভারপুলের সঙ্গে নতুনকরে দুই বছরের চুক্তি করেছেন সালাহ। এক বিবৃতিতে মার্সিসাইডের ক্লাবটি বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

চুক্তি নবায়নের পর ক্লাবের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে সালাহ বলেন, ‘লিভারপুলে খেলা উপভোগ করতে পারব। এখানে আমাদের শিরোপা জয়ের সুযোগ আছে। তাই নতুন চুক্তি করেছি। এটা আমার কাছে দারুণ বিষয়। আমি এই ক্লাবে সেরা সময়গুলো পার করেছি। ইতোমধ্যে লিভাপুলের হয়ে আট বছর খেলেছি। এখন সেটা ১০ বছরে পৌঁছাবে।’

সালাহ আরও বলেন, ‘ভক্তদের উদ্দেশ্যে বলছি, লিভারপুলে থাকতে পেরে আমি অনেক খুশি। আমি বিশ্বাস করি, এখানে একসঙ্গে অনেক শিরোপা জিততে পারব। আগামী দিনগুলোতে আমরা আরও শিরোপা জিততে যাচ্ছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন