জুনিয়র হকি বিশ্বকাপ

আইকম্যানেই আস্থা বাহফের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ২২: ৪০
আপডেট : ০১ আগস্ট ২০২৫, ২২: ৪৩

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের মাদুরাই ও চেন্নাইয়ে হবে অনূর্ধ্ব-২১ অর্থাৎ জুনিয়র হকি বিশ্বকাপ। এ বিশ্বকাপে প্রথমবার খেলবে বাংলাদেশ। এরই মধ্যে ৪৫ খেলোয়াড় নিয়ে হকির ক্যাম্প শুরু হয়েছে। বিশ্বকাপের জন্য নেদারল্যান্ডসের সিগফ্রাইড আইকম্যানকে কোচ হিসেবে নিয়োগ দিল বাংলাদেশ হকি ফেডারেশন। এই কোচ নিয়োগের প্রসঙ্গে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান আমার দেশকে বলেন, ‘আমরা তাকে (আইকম্যান) ১ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত কোচ হিসেবে নিশ্চিত করেছি।

বিজ্ঞাপন

রোববার সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত জানানো হবে।’ ২০১৮ সালে জাপানকে এশিয়ান গেমসে স্বর্ণপদক এনে দেন ৬৬ বছর বয়সি কোচ আইকম্যান। এছাড়া পাকিস্তানসহ অনেক জায়গায় কাজ করেছেন এই ডাচ কোচ। তাকে নিয়োগ দেওয়ার কারণ হলো- বাংলাদেশ হকি সম্পর্কে তার বেশ জানাশোনা রয়েছে। অনেক কোচের মধ্যে সেরা হিসেবেই আইকম্যানকে বাছাই করা হয়েছে।


হকি বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। এই গ্রুপে আছে গতবারের রানার্সআপ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। এ বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ২৪টি দল। বাংলাদেশের জন্য অভিষেক বিশ্বকাপ সহজ হবে না। তাই তিন মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করল লাল-সবুজের জার্সিধারীরা। প্রত্যাশা করা হচ্ছে- ডাচ কোচের অধীনে সাফল্য পাবে বাংলাদেশ।

বিষয়:

হকি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত