প্রতিবাদ ও আলটিমেটাম

স্পোর্টস রিপোর্টার

রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনের সব ফেডারেশন ও সংস্থার কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করেছে সরকার। ফ্যাসিবাদমুক্ত ক্রীড়াঙ্গন, সাবেক ক্রীড়াবিদ ও যোগ্য সংগঠকদের কমিটিতে অন্তর্ভুক্তি ও টানা দুই মেয়াদে কমিটিতে নয়Ñএমন স্লোগান তুলে অ্যাডহক কমিটি গঠন করা হলেও তা বিতর্ক এড়াতে পারেনি। সর্বশেষ গত শনিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ১৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এ কমিটির বিতর্কের মুখে পড়েছে। সভাপতি সিনিয়র আইনজীবী ও ক্রীড়ানুরাগী ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা) ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলীর নেতৃত্বাধীন নতুন কমিটিতে ফ্যাসিবাদের দোসর, অখেলোয়াড়দের জায়গা হয়েছে। তাই এ কমিটির ঘোষণার পর ফুঁসে উঠেছেন সাবেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত নারী খেলোয়াড় ও সংগঠকরা।
গতকাল মোহামেডান ক্লাবের মিলনায়তনে ‘বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদ’ শিরোনামে সংবাদ সম্মেলন করে কমিটির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। আজ সোমবারের মধ্যে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিয়েছেন কামরুন নাহার ডানা, নাছিমা চৌধুরী শিরীন, মাহফুজা রহমান তানিয়া ও সাবরিনা সুলতানারা।
সংবাদ সম্মেলনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক এবং মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা জানান, মহিলা ক্রীড়া সংস্থা সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১২ সালে। এরপর অ্যাডহক কমিটি দিয়েই চলছিল মহিলা ক্রীড়া সংস্থা। এবার আবার নতুন অ্যাডহক কমিটিই গঠিত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের আমলে রাজনীতির প্রভাব দেখিয়ে কমিটিতে এসেছিলেন। আবার তাকেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য ফরিদা আখতার বয়সের ভারে ঠিকমতো চলাফেরাই করতে পারেন না। তা ছাড়া কমিটিতে অন্য যারা আছেন, তাদের বেশির ভাগই অখেলোয়াড়। কামরুন নাহার ডানা বলেন, ‘আমরা ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করছি, যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি আগামীকালের মধ্যে (আজ) ভেঙে দেওয়া হোক। নতুন করে কমিটি গঠন করা হোক। যদি তা না হয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব। সবাইকে নিয়ে আমরা বৃহৎ কর্মসূচি দেব।’
সাবেক নারী ক্রীড়াবিদদের দাবি, সাবেক খেলোয়াড়দের কমিটিতে অন্তর্ভুক্ত করে ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদান সুযোগ দেওয়া হোক।

রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনের সব ফেডারেশন ও সংস্থার কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করেছে সরকার। ফ্যাসিবাদমুক্ত ক্রীড়াঙ্গন, সাবেক ক্রীড়াবিদ ও যোগ্য সংগঠকদের কমিটিতে অন্তর্ভুক্তি ও টানা দুই মেয়াদে কমিটিতে নয়Ñএমন স্লোগান তুলে অ্যাডহক কমিটি গঠন করা হলেও তা বিতর্ক এড়াতে পারেনি। সর্বশেষ গত শনিবার বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ১৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এ কমিটির বিতর্কের মুখে পড়েছে। সভাপতি সিনিয়র আইনজীবী ও ক্রীড়ানুরাগী ব্যারিস্টার সারওয়াত সিরাজ (শুক্লা) ও সাধারণ সম্পাদক প্রকৌশলী ফিরোজা করিম নেলীর নেতৃত্বাধীন নতুন কমিটিতে ফ্যাসিবাদের দোসর, অখেলোয়াড়দের জায়গা হয়েছে। তাই এ কমিটির ঘোষণার পর ফুঁসে উঠেছেন সাবেক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত নারী খেলোয়াড় ও সংগঠকরা।
গতকাল মোহামেডান ক্লাবের মিলনায়তনে ‘বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদ’ শিরোনামে সংবাদ সম্মেলন করে কমিটির ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সাবেক খেলোয়াড় ও সংগঠকরা। আজ সোমবারের মধ্যে এই কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা না হলে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দিয়েছেন কামরুন নাহার ডানা, নাছিমা চৌধুরী শিরীন, মাহফুজা রহমান তানিয়া ও সাবরিনা সুলতানারা।
সংবাদ সম্মেলনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড় ও সংগঠক এবং মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা জানান, মহিলা ক্রীড়া সংস্থা সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১২ সালে। এরপর অ্যাডহক কমিটি দিয়েই চলছিল মহিলা ক্রীড়া সংস্থা। এবার আবার নতুন অ্যাডহক কমিটিই গঠিত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা করিম নেলী ফ্যাসিবাদের দোসর। আওয়ামী লীগের আমলে রাজনীতির প্রভাব দেখিয়ে কমিটিতে এসেছিলেন। আবার তাকেই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য ফরিদা আখতার বয়সের ভারে ঠিকমতো চলাফেরাই করতে পারেন না। তা ছাড়া কমিটিতে অন্য যারা আছেন, তাদের বেশির ভাগই অখেলোয়াড়। কামরুন নাহার ডানা বলেন, ‘আমরা ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করছি, যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি আগামীকালের মধ্যে (আজ) ভেঙে দেওয়া হোক। নতুন করে কমিটি গঠন করা হোক। যদি তা না হয়, তাহলে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাব। সবাইকে নিয়ে আমরা বৃহৎ কর্মসূচি দেব।’
সাবেক নারী ক্রীড়াবিদদের দাবি, সাবেক খেলোয়াড়দের কমিটিতে অন্তর্ভুক্ত করে ক্রীড়া ক্ষেত্রে তাদের অবদান সুযোগ দেওয়া হোক।

বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমিটির এক বছর পূর্তি ছিল রবিবার (২৬ অক্টোবর)। এই বিশেষ দিনে বাফুফে নির্বাহী কমিটির সভায় পুরো এক বছরের কর্মকান্ড নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো বিষয়েই সিদ্ধান্ত আসেনি।
৭ ঘণ্টা আগে
ছয় দেশের অংশগ্রহণে ঢাকার মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) টুর্নামেন্ট। রবিবার ইনডোর স্টেডিয়ামে উপস্থিত হন কাভার প্রেসিডেন্ট মোহামেদ লতিফ।
৭ ঘণ্টা আগে
এশিয়ান যুব গেমসে প্রথমবারের মতো পদক জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ও পুরুষ কাবাডি দল। ইতিহাস গড়ে দেশে ফেরার পর সংবর্ধিত ও পুরস্কৃত হচ্ছেন তারা।
৮ ঘণ্টা আগে
ক্রিশ্চিয়ানো রোনালদো কোথায় থামবেন? এই প্রশ্নের উত্তর একমাত্র রোনালদো ছাড়া কারো কাছে বোধহয় নেই। থাকারও কথা না। একের পর এক ম্যাচে পর্তুগাল তারকা যেভাবে গোল করে চলছেন, রেকর্ডের মালা গলায় পরছেন, তাতে তার শেষ গন্তব্য কেবল তিনিই জানেন।
৮ ঘণ্টা আগে