স্পোর্টস ডেস্ক
দারুণ সূচনার পরও নিউজিল্যান্ডের সংগ্রহটা আকাশ ছুঁতে পারেনি ব্লেসিং মুজারবানি, তানাকা চিবাঙ্গার বোলিংয়ে। সফরকারীদের খুব বেশিদূর যেতে না দিয়েও স্বস্তিতে নেই জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে তারা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১৪৯ রানের জবাবে ৩০৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৮ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ঘুঁরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু দলীয় ২৯ রানে বেন কারান ও ব্রায়ান বেনেটকে হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে। বিদায় নেওয়ার আগে কারান ১১ ও বেনেট ১৮ রান করেন।
দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। এখনও ১২৭ রানে পিছিয়ে আছে তারা। নিক ওয়েলস ২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। তার সঙ্গী ভিনসেন্ট মাসেকেসা রানের খাতা খুলতে পারেননি। জিম্বাবুয়ের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন ম্যাট হেনরি ও উইল ও রার্ক।
এর আগে উদ্বোধনী জুটিতে ৯১ রানে তোলেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৪১ রানে ইয়ং ফিরে গেলে এই জুটি ভাঙে। চতুর্থ ব্যাটার হিসেবে ফেরার আগে ৮৮ রানের ইনিংস খেলেন কনওয়ে। ড্যারেল মিচেলের অবদান ৮০ রান। হেনরি নিকোলস এনে দেন ৩৪ রান। বাকিদের মধ্যে আর কেউ দাঁড়াতে না পারায় নিজেদের সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৪৯/১০ ও দ্বিতীয় ইনিংস ৩১/২- ১৩ ওভার (বেনেট ১৮, কারান ১১; হেনরি ১/১১) দ্বিতীয় দিন শেষে
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩০৭/১০- ৯৬.১ ওভার (কনওয়ে ৮৮, ড্যারিল ৮০, ইয়াং ৪১; মুজারাবানি ৩/৭৩ ও চিভাঙ্গা ২/৫১)।
*দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ১২৭ রানে এগিয়ে
দারুণ সূচনার পরও নিউজিল্যান্ডের সংগ্রহটা আকাশ ছুঁতে পারেনি ব্লেসিং মুজারবানি, তানাকা চিবাঙ্গার বোলিংয়ে। সফরকারীদের খুব বেশিদূর যেতে না দিয়েও স্বস্তিতে নেই জিম্বাবুয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছে তারা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১৪৯ রানের জবাবে ৩০৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১৫৮ রানে পিছিয়ে থাকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ঘুঁরে দাঁড়ানোর সুযোগ ছিল। কিন্তু দলীয় ২৯ রানে বেন কারান ও ব্রায়ান বেনেটকে হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে। বিদায় নেওয়ার আগে কারান ১১ ও বেনেট ১৮ রান করেন।
দ্বিতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ৩১ রান। এখনও ১২৭ রানে পিছিয়ে আছে তারা। নিক ওয়েলস ২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। তার সঙ্গী ভিনসেন্ট মাসেকেসা রানের খাতা খুলতে পারেননি। জিম্বাবুয়ের পতন হওয়া উইকেট দুটি ভাগাভাগি করে নেন ম্যাট হেনরি ও উইল ও রার্ক।
এর আগে উদ্বোধনী জুটিতে ৯১ রানে তোলেন ডেভন কনওয়ে ও উইল ইয়ং। ৪১ রানে ইয়ং ফিরে গেলে এই জুটি ভাঙে। চতুর্থ ব্যাটার হিসেবে ফেরার আগে ৮৮ রানের ইনিংস খেলেন কনওয়ে। ড্যারেল মিচেলের অবদান ৮০ রান। হেনরি নিকোলস এনে দেন ৩৪ রান। বাকিদের মধ্যে আর কেউ দাঁড়াতে না পারায় নিজেদের সংগ্রহ খুব বেশি বড় করতে পারেনি নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ১৪৯/১০ ও দ্বিতীয় ইনিংস ৩১/২- ১৩ ওভার (বেনেট ১৮, কারান ১১; হেনরি ১/১১) দ্বিতীয় দিন শেষে
নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৩০৭/১০- ৯৬.১ ওভার (কনওয়ে ৮৮, ড্যারিল ৮০, ইয়াং ৪১; মুজারাবানি ৩/৭৩ ও চিভাঙ্গা ২/৫১)।
*দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ১২৭ রানে এগিয়ে
দারুণ ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া থেকে ইউরোপিয়ান ফুটবল- প্রতিটি জায়গাতেই দাপট দেখিয়ে চলেছে কোচ জাবি আলোনসোর শিষ্যরা। লা লিগায় এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে জিতেছে ৮টিতেই। হার বলতে একটিতে।
৯ ঘণ্টা আগেদারুণ সময় কাটছে আর্সেনালের। আগে থেকেই জয়ের ছন্দে ছিল কোচ মিকেল আর্তেতার শিষ্যরা। ছুটে চলছিল জয়ে রথে চেপে। তার ধারাবাহিকতায় চ্যাম্পিয়নস লিগে তুলে নিয়েছে আরও একটি বড় জয়। ইংলিশ জায়ান্ট ক্লাবটি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদকে। সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এনিয়ে টানা ছয় ম্যাচে জয় পেল ক্লাবটি।
৯ ঘণ্টা আগেবার্সেলোনাকে হারানোর পর থেকেই সময়টা যেন ভালো যাচ্ছিল না। মাঠের পারফরম্যান্সে কোথায় যেন খেই হারিয়ে ফেলেছিল পিএসজি। ফরাসি লিগ ওয়ানে হোঁচট খেয়ে বসে পরপর দুই ম্যাচে। স্ত্রাসবুর্গের বিপক্ষে ছয় গোলের থ্রিলার ম্যাচে জয়বঞ্চিত হয়েছে দলটি।
৯ ঘণ্টা আগেবাবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো ছেলেও খেলবেন পর্তুগালের জাতীয় দলে। স্বপ্নের সেই পথে একটু একটু করে এগোচ্ছেন তনয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। গত মে’তে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেয়েছিলেন।
১৩ ঘণ্টা আগে