আফগান সিরিজ

বাজে ব্যাটিংয়ে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০০: ৩৭
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০২: ২৭

প্রথম দুই ম্যাচ হারলেও কিছুটা হলেও লড়াই করতে পেরেছিল বাংলাদেশ। কিন্তু তৃতীয় ও শেষ ওয়ানডেতে তার ছিটেফোঁটাও দেখা গেল না। লড়াকু মানসিকতাই তো দেখাতে পারল না বাংলাদেশ। বিশৃঙ্খল, এলোমেলো আর বাজে ব্যাটিংয়ের ষোলকলা পূর্ণ করে মেহেদি হাসান মিরাজরা হার মানল ২০০ রানের বিশাল ব্যবধানে। আবুধাবিতে রানের হিসাবে এটি কোনো দলের সবচেয়ে বড় ব্যবধানের হার।



বিলাল সামি একাই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ৩৩ রান খরচ করে পেয়েছেন পাঁচ উইকেট। রশিদ খান নিয়েছেন তিন উইকেট। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে ব্যাটিংয়ে লড়াই করেছেন কেবল সাইফ হাসান। তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান। বাকি দশ ব্যাটসম্যানই সন্তুষ্ট থেকেছেন সিঙ্গেল ডিজিটে। ৯ রানের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন হাসান মাহমুদ। তাতে বাংলাদেশ গুটিয়ে যায় ৯৩ রানে।

বিজ্ঞাপন

ইব্রাহিম জাদরানের পর ব্যাটিংয়ে ঝলক দেখিয়েছেন মোহাম্মদ নবি। তাতে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আফগানিস্তান।

রহমানুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ে ৯৯ রান যোগ করেন ইব্রাহিম জাদরান। গুরবাজ ফেরেন ব্যক্তিগত ৪২ রানে। আর চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ইব্রাহিম জাদরান আরো একবার নার্ভাস নাইন্টিজের শিকার হন। তিনি আউট হন ৯৫ রানে। তার ১১১ বলের এই ইনিংসে ছিল সাতটি চার ও দুই ছক্কা। এটি ছিল তার ক্যারিয়ারের নবম ফিফটি।



শেষ দিকে চার-ছক্কার ঝড় তুলে ৬২* রানের হার না মানা দারুণ এক ইনিংস খেলেন মোহাম্মদ নবি। তার ৩৭ বলের ক্যামিও ইনিংসটি সাজিন ৪ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারির মারে।



ম্যাচে বাংলাদেশের সেরা বোলার সাইফ হাসান। চার ওভারে ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ২৯৩/৯, ৫০ ওভার (গুরবাজ ৪২, ইব্রাহিম ৯৫, সেদিকুল্লাহ ২৯, ওমারজাই ২০, নাবি ৬২*; হাসান ২/৫৭, তানভীর ২/৪৬, মিরাজ ১/৬৭ ও সাইফ ৩/৬)।



বাংলাদেশ: ৯৩/১০, ২৭.১ ওভার (সাইফ ৪৩, হাসান ৯; সামি ৫/৩৩, রশিদ ৩/১২)।


ফল: আফগানিস্তান ২০০ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচর ওয়ানডে সিরিজে আফগানিস্তান ৩-০ ব্যবধানে জয়ী।


ম্যাচসেরা: বিলাল সামি।


সিরিজ সেরা: ইব্রাহিম জাদরান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত