এখনও নির্বাচন নিয়ে ‍কিছু জানেন না বুলবুল

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০১ জুন ২০২৫, ১৮: ১৫

আগামী অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী নির্বাচন হওয়ার কথা। দুই দিন আগে দায়িত্ব নিয়ে ইতোমধ্যে বেশকিছু ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যদিও নির্বাচন নিয়ে এখনও কিছু জানেন না বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান।

জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবি সভাপতির পদ হারান ফারুক আহমেদ। তার স্থলাভিষিক্ত করা হয় বুলবুলকে। দায়িত্ব নেওয়ার আগেই সাবেক এই ক্রিকেটার জানিয়েছিলেন, আপাতত নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই তার।

বিজ্ঞাপন

নির্বাচন ইস্যুতে গণমাধ্যমকে বুলবুল বলেন, ‘উপদেষ্টা আজকে (রোববার) আমাদের সাপোর্ট দিচ্ছিলেন। আমরা যে কাজগুলো করার সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। নির্বাচনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি। যেহেতু এখনও ৪৮ ঘন্টাও হয়নি। আমরা একটু জেনে এটা নিয়ে বলতে পারব।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত