কোয়ালিফিকেশন রাউন্ডে উজ্জ্বল রাম কৃষ্ণ ও বন্যা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৫: ১৩

তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে-রিকার্ভ পুরুষ ও কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল রাম কৃষ্ণ সাহা ও বন্যা আক্তার।

বিজ্ঞাপন

কম্পাউন্ড নারী বিভাগের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরচারদের মধ্যে আরচ্যারদের মধ্যে সর্বোচ্চ ১২তম হয়েছেন বন্যা আক্তার; ৬৯৩ স্কোর গড়েছেন তিনি। বন্যার এটি ব্যক্তিগত সেরা স্কোর। কম্পাউন্ড ইভেন্টে দলীয় রেকর্ড স্কোর গড়েছে বাংলাদেশও-২০৬১। আগে ছিল ২০৪৫।

৭২ তীর ছোঁড়ার লড়াইয়ে শুরু থেকে নিশানা ঠিক রেখেছিলেন রাম কৃষ্ণ। ৬২ প্রতিযোগীর মধ্যে ৬৬৮ স্কোর গড়ে তিনি হয়েছেন ষষ্ঠ। রিকার্ভ পুরুষ বিভাগে বাংলাদেশের বাকি তিন আরচার মোহাম্মদ রাকিব ৬৪৭ স্কোর নিয়ে ৩২তম, সাগর ইসলাম ৬৩৯ স্কোর নিয়ে ৩৮তম ও আব্দুর রহমান আলিফ ৬৩৭ স্কোর নিয়ে হয়েছেন ৪১তম।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত