আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট

গণিত বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলা বিভাগ

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০: ২৬
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১: ১১

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা কলেজ ফুটবল ক্লাবের সহযোগিতায় জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে কেমিস্ট্রি এ্যাসোসিয়েশনের উদ্যোগে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। এতে গনিত বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ।

বিজ্ঞাপন

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার সহ অন্যান্য শিক্ষক মন্ডলী।

এ টুর্নামেন্টের 'ম্যান অফ দা ম্যাচ' ও 'ম্যান অফ দা টুর্নামেন্ট' হিসেবে মনোনীত হন বাংলা বিভাগের শিক্ষার্থী অং, সেরা গোল কিপার গনিত বিভাগের শিক্ষার্থী নকিব এবং সেরা গোলদাতা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ নাসির হোসেনকে মনোনীত করা হয়।

উল্লেখ্য, টুর্নামেন্টের কোয়ালিফাই পর্বে অংশগ্রহণ করে ২০ টি দল। যথা: উদ্ভিদবিদ্যা, রসায়ন, পদার্থ বিজ্ঞান, প্রাণিবিদ্যা, গনিত, পরিসংখ্যান, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, ইংরেজি, দর্শন, ইসলামিক স্টাডিজ, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা বিভাগ এবং ইন্টারমিডিয়েট একাদশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত