রোনালদোর রেকর্ড ভাঙলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৫: ১৮
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৬: ৪৯

টানা ৫ ম্যাচে জোড়া গোল করে সিনসিনাটির বিপক্ষে নিজের ছায়া হয়ে ছিলেন লিওনেল মেসি। যদিও সেরা ছন্দে ফিরতে বেশি সময় নেননি। নিউইয়র্ক রেড বুলের বিপক্ষে ইন্টার মিয়ামিকে ৫-১ গোলে জেতানোর পথে ফের দুইবার জালের দেখা পান বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সেই সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর একটি রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি।

রেড বুল অ্যারেনায় ম্যাচের ৬০ মিনিটে সার্জিও বুসকেটসের সহায়তায় প্রথম গোলটি করেন মেসি। ১৫ মিনিটের মাথায় ম্যাচে দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করেন। তাতেই রোনালদোকে পেছনে ফেলে পেনাল্টি ছাড়া গোলের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এই ফরওয়ার্ড। রেড বুলের বিপক্ষে ম্যাচ শেষে মেসির নামের পাশে পেনাল্টিবিহীন গোল সংখ্যা ৭৬৪টি। ৭৬৩ গোল নিয়ে এতোদিন রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকার চেয়ে ১৬৭ ম্যাচ কম খেলেছেন মেসি।

বিজ্ঞাপন

পেনাল্টিবিহীন গোলের রেকর্ডটি মেসির কাছে হাতছাড়া হলেও মোট গোলের হিসেবে এখনো সবার ওপরেই আছেন রোনালদো। বর্নাঢ্য ক্যারিয়ারে ৯৩৮ বার জালের দেখা পেয়েছেন পর্তুগালের 'নাম্বার সেভেন'। ৮৭৪ গোল নিয়ে দুইয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক। ক্যারিয়ারের শেষের দিকে চলে আসায় রোনালদোর এই রেকর্ডটি যে মেসির পক্ষে ভাঙা একরকম অসম্ভবই বলা চলে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত