পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ড শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ১৯: ০০

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে ইনজুরির কারণে ছিটকে গেছেন পাকিস্তানের ওপেনার উসমান খান সেটা এখন পুরনো খবর। নতুন খবর হলো, আসন্ন ম্যাচের আগে ব্ল্যাক ক্যাপসরাও দুঃসংবাদ পেয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন মার্ক চ্যাপম্যান। ক্রিকেট নিউজিল্যান্ড (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম একদিনের ম্যাচে পাকিস্তানকে ৭৩ রানে হারায় নিউজিল্যান্ড। সে ম্যাচে ১১১ বলে ১৩২ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন চ্যাপম্যান। এরপর ফিল্ডিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান। স্ক্যান রিপোর্টে দেখা যায়, গ্রেড ওয়ান টিয়ার ধরা পড়েছে এই ব্যাটারের। যদিও চ্যাপম্যানের চোট খুব বেশি গুরুতর নয় বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড। পুনর্বাসনের জন্য আপাতত তাকে অকল্যান্ডে পাঠানো হবে। সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে চ্যাপম্যানের ফেরার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন কিউইদের প্রধান শিক্ষক।

বিজ্ঞাপন

চ্যাপম্যানের চোট নিয়ে স্টিড বলেন, ‘প্রথম ওয়ানডেতে চ্যাপম্যান অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছে। এমন একটি ইনিংসের পর তার ইনজুরির খবর শোনা পুরোপুরি হতাশাজনক। তবে আশার কথা হচ্ছে তার চোট খুব বেশি গুরুতর নয়। আমরা আশা করছি সে খুব দ্রুত ফিরে আসবে এবং সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে পারবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত