কন্ডিশন মেনে ভালো ক্রিকেট খেলার লক্ষ্য লিটনের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ মে ২০২৫, ২৩: ৫১

দুবাইয়ে অনুশীলন আর খেলা শারজা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। অনুশীলন আর ম্যাচ ভেন্যুতে পার্থক্য থাকলেও কন্ডিশনে নেই কোনো পার্থক্য। আরব আমিরাতের সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য অধিনায়ক লিটন দাসের। ম্যাচ শুরুর আগে সংবাদ সম্মেলনে সেই ভালো খেলার প্রত্যয়টাই জানিয়েছেন অধিনায়ক।

নামে-ভারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ এগিয়ে আছে অনেকটাই। আরব আমিরাতের ঘরের মাঠ বলে তাদেরকে ছোট করে দেখতে চান না অধিনায়ক লিটন দাস। তার কথায়, ‘চেষ্টা করবো ভালো ক্রিকেটটা খেলার। ইউএইর মাঠে তারা ভালো দল। তারা এখানে কন্টিনিউ খেলে, এই কন্ডিশন সম্পর্কে ভালো আইডিয়া আছে। একই সঙ্গে আমাদের দলও অনেক ভালো, আমরা চেষ্টা করবো মানিয়ে নেওয়ার এবং ভালো ক্রিকেটটা খেলার।’

সিরিজে নিজেদের লক্ষ্য নিয়ে লিটনের ভাষ্য, ‘এই দুইটা ম্যাচ থেকে অবশ্যই প্রথম প্রায়োরেটি হচ্ছে দুইটা ম্যাচই যেন জিততে পারি। একই সঙ্গে চাইবো যেন আমরা যেসব জায়গা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো ফুলফিল করতে পারি। মেসেজ একটা জিনিসই থাকবে যে ফিল ফ্রি। এই ফরম্যাটে অনেক টেনশন আসে সামটাইম।’

খেলোয়াড়দের কাছ থেকে অধিনায়ক হিসেবে চাওয়ার প্রশ্নে লিটন বলেন, ‘আমি চাইবো প্রতিটা খেলোয়াড় তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিংক এবাউট রেজাল্ট, রেজাল্ট একটা সময় চলে আসবে কিন্তু আমরা কতটা প্রসেস মেইনটেইন করতেছি এই জিনিসটা আমার জন্য গুরুত্বপূর্ণ।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত