
স্পোর্টস ডেস্ক

লা লিগার চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন রবার্ট লেভানডোভস্কি। ফেরার আগে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর। সেল্টা ভিগোর বিপক্ষেই চেনা রূপে ফিরলেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার। তার হ্যাটট্রিকে ৪-২ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে বার্সেলোনার জয় ৪-২ গোলের জয়ে লেভানডফস্কির হ্যাটট্রিকের সঙ্গে দলের হয়ে অন্য গোলটি করেন তরুণ তারকা লামিন ইয়ামাল। সেল্টার হয়ে দুই গোল শোধ করেন সার্জিও ক্যারেইরা ও বোর্হা ইগ্লেসিয়াস।
পুরো ম্যাচে ছিল বার্সার দাপট। প্রায় ৬৩ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে তারা। গোলের জন্য করে মোট ২১টি শট। এর মধ্যে ৯টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে সেল্টার ৬ শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে।
ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্ডার মার্কোস আলোন্সোর হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। দশম মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। এক মিনিট বাদেই অবশ্য ক্যারেইরার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
২৫তম মিনিটে পোস্টে লেগে ফিরে আসে মার্কাস র্যাশফোর্ডের শট। ৩৭তম মিনিটে র্যাশফোর্ডের ক্রস থেকে জাল খুঁজে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। ৬ মিনিট পর ইগ্লেসিয়াসের গোলে আবার সমতা ফেরায় সেল্টা। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ফের বার্সাকে এগিয়ে নেয় ইয়ামাল।
দ্বিতীয়ার্ধে ফিরে ৭৩ মিনিটে র্যাশফোর্ডের কর্নার থেকে হেড করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডফস্কি। ম্যাচের একদম শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেঙ্কিং ডি ইয়ং। পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি।
১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেল্টা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩১ পয়েন্ট।

লা লিগার চলতি মৌসুমের শুরু থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন রবার্ট লেভানডোভস্কি। ফেরার আগে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছুর। সেল্টা ভিগোর বিপক্ষেই চেনা রূপে ফিরলেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার। তার হ্যাটট্রিকে ৪-২ গোলের ব্যবধানে জিতেছে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে রোববার রাতে বার্সেলোনার জয় ৪-২ গোলের জয়ে লেভানডফস্কির হ্যাটট্রিকের সঙ্গে দলের হয়ে অন্য গোলটি করেন তরুণ তারকা লামিন ইয়ামাল। সেল্টার হয়ে দুই গোল শোধ করেন সার্জিও ক্যারেইরা ও বোর্হা ইগ্লেসিয়াস।
পুরো ম্যাচে ছিল বার্সার দাপট। প্রায় ৬৩ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে তারা। গোলের জন্য করে মোট ২১টি শট। এর মধ্যে ৯টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে সেল্টার ৬ শটের মধ্যে ৪টি ছিল লক্ষ্যে।
ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ ডিফেন্ডার মার্কোস আলোন্সোর হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। দশম মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে দেন লেভানডোভস্কি। এক মিনিট বাদেই অবশ্য ক্যারেইরার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
২৫তম মিনিটে পোস্টে লেগে ফিরে আসে মার্কাস র্যাশফোর্ডের শট। ৩৭তম মিনিটে র্যাশফোর্ডের ক্রস থেকে জাল খুঁজে দলকে এগিয়ে নেন লেভানডোভস্কি। ৬ মিনিট পর ইগ্লেসিয়াসের গোলে আবার সমতা ফেরায় সেল্টা। বিরতির ঠিক আগে যোগ করা সময়ে ফের বার্সাকে এগিয়ে নেয় ইয়ামাল।
দ্বিতীয়ার্ধে ফিরে ৭৩ মিনিটে র্যাশফোর্ডের কর্নার থেকে হেড করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডফস্কি। ম্যাচের একদম শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেঙ্কিং ডি ইয়ং। পরের ম্যাচ খেলতে পারবেন না তিনি।
১২ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে এখন দুইয়ে বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে সেল্টা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৩১ পয়েন্ট।

আর্জেন্টিনা তো বটেই বিশ্বের বেশিরভাগ ফুটবল খেলোয়াড়ের শরীরেই ট্যাটু আছে। বিশ্বসেরা লিওনেল মেসির শরীরেও অসংখ্য ট্যাটু। আর্জেন্টিনার সকল খেলোয়াড়ের শরীরেও ট্যাটু, কেবল একজন বাদে। তিনি জুলিয়ান আলভারেজ, সময়ের সেরা তারকা।
১ ঘণ্টা আগে
আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে লিভারপুল। ম্যাক অ্যালিস্টারের একমাত্র গোলে চ্যাম্পিয়নস লিগে হারিয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মাঠে নামতেই খেই হারিয়ে ফেললো দ্য রেড শিবির। আর নিজেদের মাঠে দুর্দান্ত খেললো ম্যানচেস্টার সিটি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ফুটবলে সামনে দুটি ম্যাচ। প্রতিপক্ষ নেপাল ও ভারত। নতুন এই মিশনকে সামনে রেখে আজ দুপুরে ঢাকায় পা রাখছেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। আর শমিত সোম দেশে আসবেন আগামীকাল মঙ্গলবার রাতে।
৬ ঘণ্টা আগে