এস্পানিওলকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বার্সা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০৪: ৪০
আপডেট : ১৬ মে ২০২৫, ০৬: ২৪

স্প্যানিশ লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে এস্পানিলকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে দুই ম্যাচ হাতে রেখেই স্পেনের শীর্ষ লিগের শিরোপা পুনরুদ্ধার করল হান্সি ফ্লিকের দল। এর আগে সবশেষ ২০২২-২৩ মৌসুমে হাভি হার্নান্দেজের কোচিংয়ে লিগ শিরোপা ঘরে তুলেছিল বার্সা।

জিতলেও আরসিডিই স্টেডিয়ামে প্রথমার্ধে নিজেদের চেনা রূপ দেখাতে পারেনি বার্সা। তাই মেলেনি গোলের দেখা। প্রথমার্ধের ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে দুইবার জালে বল জড়ায় সফরকারী দল। ৫৩ মিনিটে লামিনে ইয়ামালের দারুণ গোলে অপেক্ষা ফুরায় তাদের। প্রতিপক্ষের দুই তিনজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে ২০ গজ দূর থেকে বুলেট গতির শটে জাল কাঁপান তরুণ স্প্যানিশ ফরওয়ার্ড। কিছুই করার ছিল না এস্পানিওল গোলরক্ষকের।

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে একজনকে হারায় এস্পানিওল। ইয়ামালকে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন স্বাগতিকদের ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা।

যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বার্সা। ইয়ামালের সহায়তায় ঠিকানা খুঁজে নেন বদলি নামা ফেরমিন লোপেজ। স্বস্তির জয় সাথে শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

স্প্যানিশ লা লিগায় এটা বার্সার ২৮তম শিরোপা। সব মিলিয়ে এই মৌসুমে তিনটি শিরোপা জিতল জায়ান্টরা। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জেতে তারা। সম্প্রতি একই দলকে হারিয়ে স্পেনের দ্বিতীয় সেরা ঘরোয়া প্রতিযোগিতা কোপা দেল রের শিরোপা ঘরে তোলে বার্সা। তাদের এমন সাফল্যের পেছনের কারিগর ফ্লিক। মৌসুমের শুরুতে বার্সার দায়িত্ব নেন এই জার্মান মাস্টারমাইন্ড। এরপর থেকেই নিজেদের পুরনো ছন্দ ফিরে পেয়েছে বার্সা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত