ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে পালমার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৯: ৫৫

ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন চেলসির ইংলিশ তারকা কোল পালমার। চেলসি কোচ এনজো মারোস্কা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পালমারের চোট আগের ধারণার চেয়েও গুরুতর।

২৩ বছর বয়সি এই ইংলিশ তারকা গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের ম্যাচের পর থেকেই মাঠের বাইরে আছেন। প্রথমার্ধের মাঝপথেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।

বিজ্ঞাপন

প্রথমে ধারণা করা হয়েছিল, চলতি মাসের আন্তর্জাতিক বিরতির পরই মাঠে ফিরতে পারবেন পালমার। তবে মারোস্কা বলেন, 'আমি ভুল করেছিলাম। দুঃখজনকভাবে, তাকে আরও অন্তত ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। এটিই এখনকার আপডেট।'

শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে চেলসি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মারোস্কা বলেন, দলের অন্যতম সেরা খেলোয়াড়কে হারানো বিশাল ধাক্কা।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত