নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট শুরু আজ

প্রথম টেস্টে নেই ল্যাথাম, নেতৃত্বে স্যান্টনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১০: ০০
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১২: ৪২
মিচেল স্যান্টনার

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্স উপহার দিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত থেকে ছিনিয়ে নিয়েছে সিরিজ ট্রফি। ফাইনালসহ টানা পাঁচ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে কিউইরা। টি-টোয়েন্টিতে দারুণ সাফল্যের পর এবার টেস্ট সিরিজ খেলতে নামছে ব্ল্যাক ক্যাপসরা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচে দুদলের মুখোমুখি লড়াই শুরু হচ্ছে আজ দুপুর ২টায়।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নামার আগে খারাপ খবর এসেছে নিউজিল্যান্ড শিবির থেকে। কাঁধের চোটে ভুগছেন টম ল্যাথাম। এ কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না নিউজিল্যান্ডের এই নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার এবার দলকে নেতৃত্ব দেবেন লাল বলের সিরিজেও। হারারেতে ত্রিদেশীয় সিরিজ জয়ের সুখস্মৃতিতে সঙ্গী করে ফুরফুরে মেজাজে থাকা দল নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। আর এ ম্যাচে টেস্টে প্রথমবারের মতো দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন স্যান্টনার।

প্রথম টেস্টে ল্যাথামের দর্শক বনে যাওয়ার খবরটি নিশ্চিত করে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘অধিনায়ক ও দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে টমের প্রথম টেস্ট মিস করাটা অত্যন্ত হতাশাজনক।’

চলতি মাসের শুরুর দিকে বার্মিংহাম বিয়ার্সের হয়ে ভাইটালিটি ব্লাস্টে ফিল্ডিং করার সময় ল্যাথাম চোট পান কাঁধে। কিন্তু প্রথম টেস্ট শুরুর আগে ফিট হয়ে উঠতে পারেননি। এনজেডসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ল্যাথাম প্রথম ম্যাচে না খেললেও দলের সঙ্গেই থাকবেন। কেননা, প্রত্যাশা করা হচ্ছে ৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারবেন ল্যাথাম। ২০১৬ সালের পর এটাই জিম্বাবুয়েতে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট সফর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত