বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ পামমেন্টকে নিয়োগ দিলো বিসিবি

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ২১: ১৫

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছে জেমস পামমেন্ট। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

বিজ্ঞাপন

ইংল্যান্ডে জন্ম নেওয়া এই কিউই ক্রিকেটার খেলেছেন নিউজিল্যান্ডের ঘরোয়া লিগের দল অকল্যান্ডের হয়ে। দলটির হয়ে ১৪ ফার্স্ট ক্লাস ও ৩৩ লিস্ট ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন সমৃদ্ধ না হলেও কোচ হিসেবে ভালোই খ্যাতি কুড়িয়েছেন পামমেন্ট।

বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার আগে আইপিএল ফ্রাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেট স্পেশালিস্ট হিসেবে কাজ করেছেন। ২০১৮ সাল থেকে দলটির সঙ্গে কাজ করছেন তিনি। এ ছাড়া নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের দল নর্দার্ন ডিস্ট্রিক্টের হেড কোচ হিসেবে কাজ করেছেন। এ ছাড়া নিউজিল্যান্ড দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নিউজিল্যান্ডের সহকারি কোচ, দেশটির হাই পারফরম্যান্স ইউনিটের সঙ্গে ফিল্ডিং নিয়ে কাজ করেছেন। এ ছাড়া নিউজিল্যান্ড এ ও যুব দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। নিউজিল্যান্ডের বাইরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের হেড কোচ হিসেবেও কাজ করেছেন।

বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত পামমেন্ট বলেন, 'আমি বাংলাদেশের প্রতিভাবানদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার অপেক্ষায় আছি।'

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত