রিয়ালকে শীর্ষে ফেরানোর আনন্দ এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৩: ১৮

স্প্যানিশ লা লিগায় নিজেদের সবশেষ ম্যাচে লাস পালমাসকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা। জয়ের পাশাপাশি দল শীর্ষে উঠায় বাড়তি আনন্দ ঢেউ খেলছে কিলিয়ান এমবাপ্পের মনে।

দলকে শীর্ষে ফেরানোর দিনে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জল ছিলেন এমবাপ্পে। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম মিনিটে পিছিয়ে পড়ার পর দলকে ম্যাচে ফেরান এই ফরাসি স্ট্রাইকার। পরবর্তীতে আরও এক গোল করেন এমবাপ্পে।

বিজ্ঞাপন

এছাড়া স্বাগতিকদের হয়ে একবার করে জালের দেখা পান ব্রাহিম দিয়াস ও রদ্রিগো। ২০ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৬ পয়েন্ট। দুইয়ে নেমে যাওয়া অ্যাটলেতিকো মাদ্রিদের নামের পাশে শোভা পাচ্ছে ৪৪ পয়েন্ট।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘পালমাসের বিপক্ষে আমরা জিততে চেয়েছি। সেটা করে দেখা পেরেছি। আমাদের শুরুটা ভালো ছিল না। যদিও ভালোই জবাব দিয়েছি। বেশ কয়েকটি গোল আদায় করে নিয়েছি। আমরা এখন টেবিলে সবার ওপরে। এজন্য আমি বেশ খুশি। আজকের এই জয়টা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। লিগ জয়ের জন্য এখন আমাদের নির্ভরতা নিজেদের ওপরই।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত