অস্ট্রেলিয়া, ফ্রান্সের বিপক্ষে লড়াইয়ের প্রতিজ্ঞা

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ২৩: ০০

বাংলাদেশের হকির পালাবদলের অংশ হতে দলের সঙ্গে যোগ দিয়েছেন নেদারল্যান্ডসের সিগফ্রাইড আইকম্যান। জাতীয় হকি দলের হেড কোচ হিসেবে তাকে চার মাসের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। চুক্তি সইয়ের পর আজ প্রথম সংবাদ সম্মেলনে এলেন এই কোচ। দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন আইকম্যান। এসেই অস্ট্রেলিয়া ও ফ্রান্সের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিলেন তিনি।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। জুনিয়রদের বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২৪ দলের জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। তাতে বিন্দুমাত্র বিচলিত নন আইকম্যান। বাস্তবতা মেনে নিয়ে তিনি বলেন, ‘আমরা ভালো রেজাল্ট করতে চাই। আমাদের গ্রুপের দলগুলো শক্তিশালী। ওদের সঙ্গে ভালোভাবে লড়াই করতে চাই। যেন আমাদের কেউ উপেক্ষা না করতে পারে। এই ছেলেদের মধ্যে বিশ্বাস জাগাতে চাই যেন আমরা ভালো খেলতে পারি।’

বিজ্ঞাপন

‘আমাদের গ্রুপে দেখুন। এই গ্রুপের অন্যতম দুর্বল দল আমরা। আমাদের বাস্তবতা মেনে নিতে হবে। এখানে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে হবেÑযারা অন্যতম কঠিন প্রতিপক্ষ। ফ্রান্স এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। কোরিয়া এশিয়ার সেরা দল। আমাদের লক্ষ্যই থাকবে তাদের জন্য ম্যাচটিকে কঠিন করে তোলা। তাদের আমরা ছাড় দেব না’-আরো যোগ করেন বাংলাদেশের নতুন কোচ।

বিষয়:

হকি
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত