মিরাজের ৫ উইকেট

২৭৩ রানে অলআউট জিম্বাবুয়ে

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৬: ২৪
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৬: ৩৯

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে লিড নেয় জিম্বাবুয়ে। তাদের ইনিংস থামল ২৭৩ রানে। প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে ক্রেইগ আরভিনের দল। তাদের অলআউট করতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দেন মেহেদি হাসান মিরাজ। ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। এ নিয়ে টেস্ট ক্যারিয়ারে ১১তম বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মিরাজ।

প্রথম ইনিংসে ১৯১ রানে থামে টস জেতা বাংলাদেশ। জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন জিম্বাবুয়ের দুই ওপেনার বেন কারান ও ব্রায়ান বেনেট। ১৮ রানে কারান ফিরে গেলে এই জুটি ভাঙে। তবে ঠিকই ফিফটি তুলে নেন বেনেট। ৫৭ রানে ইনিংস খেলে নাহিদ রানার শিকার হয়ে ফেরেন এই ওপেনার। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৫৯ রানের ইনিংস খেলেন শন উইলিয়ামস। দল লিড নেওয়ার অল্প সময় পরই বিদায় নেন এই অভিজ্ঞ ব্যাটার।

বিজ্ঞাপন

সেখান থেকে অতিথিদের পৌনে তিনশোর ঘরে নিয়ে যান নায়াশা মায়াভো, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। ৩৫ রান আসে মায়াভোর ব্যাট থেকে। ১৭ রান করেন মুজারাবানি। ২৮ রানে অপরাজিত থাকেন এনগারাভা। মিরাজের মতো বল হাতে আলো ছড়িয়েছেন রানা। ৭৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন এই গতি তারকা। বাকি উইকেট দুটি ভাগাভাগি করে নেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশের ইনিংস: ১৯১/১০

জিম্বাবুয়ের ইনিংস: ২৭৩/১০ (৮০.২ ওভার); উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫; মিরাজ ৫/৫২, রানা ৩/৭৪

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ৮২ রানে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত