২০২৬ ফুটবল বিশ্বকাপ

প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১১: ৩১

ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপের আর বাকি নেই ৮ মাসও। এর মধ্যেই শুরু হয়ে গেছে উন্মাদনা। দর্শকদের সেই উন্মাদনায় শামিল করতে প্রথম ধাপের টিকিট ছেড়েছে ফিফা। প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হওয়ার খবর জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। চলতি মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রি শুরু হওয়ার পর এই প্রথম এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তথ্য জানাল ফিফা।

ফিফার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি টিকিট কিনেছেন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর দর্শকরা। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন। টিকিট কেনায় শীর্ষ ১০ দেশের তালিকায় বাকি ৭টি দেশ যথাক্রমে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।

টিকিট বিক্রি নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবলপ্রেমীরা এ আয়োজনে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন, তা নিয়ে আমি রোমাঞ্চিত। বিশ্বের সমর্থকদের কল্পনা ও উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে, এটা তার দারুণ এক ইঙ্গিতও।’

প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পেয়েছেন। ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদনপ্রক্রিয়া। এবারও ১০৪টি ম্যাচের একক টিকিটের পাশাপাশি নির্দিষ্ট দল ও ভেন্যুভিত্তিক টিকিট কেনা যাবে।

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত।

বিষয়:

ফুটবল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত