বিপিএল

হৃদয়ের চক্রপূরণ না বিজয়ের হাসি?

স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ১০
তাওহিদ হৃদয়

একেকটি বিপিএলের ফাইনাল আসে, আর তাওহিদ হৃদয়ের হৃদয় ভেঙে খান খান হয়ে যায়! টানা তিনটি বিপিএলের ফাইনালে গিয়েও হারের হতাশায় পুড়েছেন হৃদয়। ২০২২ সালে ফরচুন বরিশালের হয়ে খেলেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপা নির্ধারণী ম্যাচে মাত্র এক রানে হেরে যায় বরিশাল। এরপর ২০২৩ সালেও হৃদয়ের স্বপ্নভঙ্গের গল্প। এ আসরে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেন হৃদয়। দুর্দান্ত খেলে দলকে ফাইনালেও তোলেন এই ব্যাটার। কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৭ রানে হেরে শিরোপা হাতছাড়া হয়ে যায় সিলেটের।

গত আসরে (২০২৪ সালে) টানা দুবারের চ্যাম্পিয়ন কুমিল্লা দলে যোগ দেন হৃদয়। দল বদল করলেও ভাগ্য বদল হয়নি তার। যে দলে যোগ দেন হৃদয়, ফাইনালে সেই দলের হার যেন অনিবার্য হয়ে পড়ে! ফাইনালের মঞ্চে ফরচুন বরিশালের কাছে হেরে যায় হৃদয়ের দল কুমিল্লা। টানা তিন আসরে রানার্সআপ হওয়া দলের সদস্য হৃদয় এবার ফরচুন বরিশালের হয়ে খেলছেন। তার দল ফাইনালে উঠেছে। এবার কী ভাগ্য বদল হবে, নাকি হারের চক্রপূরণের মধ্যেই থাকবেন হৃদয়- সেটিই দেখার বিষয়।

বিজ্ঞাপন

বিষয়:

বিপিএল
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত