
ইয়াবাকাণ্ডে অধিনায়কসহ ৩ শতাধিক র্যাব সদস্যকে বদলি
পর্যটন জেলা কক্সবাজার ও পার্বত্য জেলা বান্দরবান নিয়ে গঠিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন– র্যাব-১৫ ব্যাটালিয়নের ৩ শতাধিক সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এই তালিকায় র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসানও রয়েছেন। বদলির বিষয়টি র্যাবের মিডিয়া উইং থেকেও নিশ্চিত করা হয়েছে।























