
বিপ্লবী হাদিদের স্মরণে চাটমোহরে গ্রাফিতি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি স্মরণে পাবনার চাটমোহরে শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রাফিতি উন্মোচন করা হয়। চাটমোহর উপজেলা চত্বর শহীদ মিনারের দক্ষিণে এবং উপজেলা পরিষদের সীমানা প্রাচীরে হাদি, সাঈদ, আবরার, মীর মুগ্ধর গ্রাফিতি আঁকেন শিশির, ফয়সাল, স্বপন, মাসুদ রানা, সবুজ।























