
আলী ইমাম : শিশুকিশোরদের আপনজন
বাংলাদেশের শিশুসাহিত্যের আকাশে যে কটি উজ্জ্বল নক্ষত্র চিরকাল জ্বলজ্বল করে, আলী ইমাম তাদের অন্যতম। তিনি ছিলেন শিশু-কিশোরদের অন্তঃপ্রাণ, ছিলেন তাদের কল্পনার দুনিয়ার নির্মাতা। তার কলমে ছিল গল্পের জাদু, যেখানে সত্য ও স্বপ্ন হাত ধরাধরি করে চলে, যেখানে শিশুরা খুঁজে পায় নিজের মুখ, নিজের হৃদয়ের আলো।























