ঘটনাস্থলে নিহত ইউনিক বাসের হেলপার রাজু মিয়াসহ (২৫) গুরুতর আহত ১২ জনকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে অন্যদের পরিচয় জানা যায়নি।
সিলেটের ওসমানীনগর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সাব-রেজিস্ট্রার মোশারফ হোসেনের বিরুদ্ধে এক দলিলে ৮০ হাজার টাকা প্রকাশ্যে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা ৩০ জুন সাব-রেজিস্ট্রারের বিশেষ কক্ষে ঘটলেও জানাজানি হয় বুধবার (২ জুলাই) সকাল ৯টায়।
উপজেলায় চকবাজার ইসলামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ আবু ছালেহ আল মাহমুদের বিরুদ্ধে অ্যাডহক কমিটি গঠনকে ঘিরে অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীর মতামত উপেক্ষা করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ ওসমানী মেডিকেল কলেজ শাখার সক্রীয় কর্মীকে কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।