
গবেষণাপত্র চুরিতে পটু নিপসমের সারোয়ার
গবেষণাপত্র চুরিতে হাত পাকিয়েছেন গোলাম সারোয়ার। দেশি-বিদেশি চার গবেষকের গবেষণাপত্রে নিজের নাম বসিয়ে বাগিয়েছেন বিভিন্ন পদ। গবেষণাপত্রে সহ-লেখক হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের একজনের অস্তিত্বই পাওয়া যায়নি। শুধু তা-ই নয়, অভিজ্ঞতার সনদও জালিয়াতি করেছেন এই কর্মকর্তা।























