
ওমানে নিহত ৭ প্রবাসীর দাফন সম্পন্ন
এসময় এম্বুলেন্সের সাইরেনে আবারও শোক নেমে আসে দ্বীপজুড়ে। নিহত প্রবাসীদের লাশ গ্রহণের জন্য ভোর থেকে পরিবারের সদস্য ও শত শত বাসিন্দারা ভিড় করেন ঘাটে। পরে এম্বুলেন্সের পেছনে পেছনে ছুটেন তারা। তাদেরকে শেষবারের মতো দেখতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছুটে আসেন নানা বয়সী হাজারো মানুষ।











