
ফসলি জমি নষ্ট করে নদী খনন, প্রতিবাদে নীলফামারীতে মশাল মিছিল
এ জলাধার খনন করা হলে ব্যারেজের উত্তরে অন্তত ৩৫ কিমি নদীর দুই তীরে লক্ষাধিক একর জমিতে জলাবদ্ধতা ও ভাটিতে শুস্কতা তৈরি হবে। যা কেউ আমলে নিচ্ছে না বলে অভিযোগে প্রকাশ। অজ্ঞাত কারনে পানি উন্নয়ন বোর্ড প্রকল্প বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে।























