
সারের দাম বেশি নেয় ডিলার, না দেখার ভান কৃষি কর্মকর্তার
সরকার নির্ধারিত মূল্যে তারা পাচ্ছে না সার। ইউরিয়া সারের সরকারি মূল্য ১৩৫০ টাকা, বিক্রি করা হয় ১৫০০ টাকা। টিএসপি সার ১৩৫০ টাকা সরকারি মূল্য, বিক্রি করা হয় ১৪৫০ টাকা। এমওপি সরকারি মূল্য ১ হাজার টাকা, বিক্রি করা হয় ১২০০ টাকা। ডিএপি সার সরকারি মূল্য ১০৫০ টাকা, বিক্রি করা হয় ১৪০০ থেকে ১৫০০ টাকা























