
সাতক্ষীরায় পিঠা খেয়ে হাসপাতালে ১১ জন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগরে নতুন ঘর নির্মাণের আনন্দ উদযাপন করতে গিয়ে ভয়াবহ বিষক্রিয়ার শিকার হয়েছেন একই পরিবারের ও তাদের আত্মীয়স্বজন মিলিয়ে ১১ জন। কালোজিরা ভেবে দানাদার কীটনাশক মিশিয়ে পিঠা তৈরি করায় এই দুর্ঘটনা ঘটে।








