
বিচারক ছাড়াই চলছে সন্দ্বীপ আদালত, দ্বীপবাসীর সীমাহীন ভোগান্তি
চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের আদালতে গত এক মাসেরও বেশি সময় ধরে বিচারক নেই। এতে করে দ্বীপের প্রায় ৫ লাখ মানুষের বিচারিক সেবা পাওয়ার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে। বিচারকশূন্যতার কারণে আদালতের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় একদিকে যেমন মামলার পাহাড় জমছে, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ব





















