
অবসর নিতে চেয়েছিলেন নেইমার
সবশেষ পাওয়া ইনজুরিতে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন নেইমার জুনিয়র। এ কারণে ফুটবলকে গুডবাই বলতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র এমনটাই জানিয়েছেন।

সবশেষ পাওয়া ইনজুরিতে মানসিকভাবেই ভেঙে পড়েছিলেন নেইমার জুনিয়র। এ কারণে ফুটবলকে গুডবাই বলতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র এমনটাই জানিয়েছেন।

মাঠে ফুটবল জাদু দেখানোই ছিল নেইমার জুনিয়রের কাজ। মাঠের লড়াই নিয়েই ব্যস্ত থাকতেন একটা সময়। ছিলেন ফুটবল জাদুর সমার্থক। মাঠে ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ড থাকা মানেই ছিল গ্যালারি কানায় কানায় পূর্ণ। কিন্তু সেই নেইমার এখন ‘বুড়ো’দের দলে নাম লিখে ফেলেছেন। কমে গেছে তার আক্রমণের ধার।

ব্রাজিলিয়ান সিরি’এ
চোট ছাড়া যেন চলেই না নেইমার জুনিয়রের! কথাটা অদ্ভুত শোনালেও একেবারে অমূলক নয় কোনোভাবেই। কারণটা সবার জানা। ইনজুরি থেকে ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড যতই দূরে থাকতে চান না কেন? ইনজুরি যে কিছুতেই তার পিছু ছাড়ে না। সবশেষ চোটটা পেয়েছেন বাঁ পায়ের মেনিস্কাসে (হাঁটুর সংযোগস্থলে)।

আবার চোট পেয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনজুরি বাঁ পায়ের মেনিস্কাসে (হাঁটুর সংযোগস্থলে)। যে কারণে অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেন। এই চোট সারিয়ে তুলতে নেইমারের অস্ত্রোপচার দরকার হতে পারে বলে জানিয়েছে সান্তোসের মেডিকেল বিভাগ।