
দখল-দূষণ সংক্রমণে দুর্বিষহ রাজধানীর নাগরিক জীবন
নানা সমস্যায় জর্জড়িত রাজধানী ঢাকা। রাজপথ থেকে অলিগলি ও ফুটপাত—কোথাও স্বস্তি নেই। নগরীর চারপাশের নদীগুলোর দূষণ বাড়ছে, মুক্ত হচ্ছে না অবৈধ দখল, কমছে না পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার। ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে পরিবেশ।







