ইসরাইলি গণমাধ্যমের খবর

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকি করতে ইসরাইলে সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে আমেরিকা। গাজা সীমান্তের কাছে প্রায় ৫০ কোটি ডলার ব্যয়ে এই সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। ইসরাইলি গণমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি মঙ্গলবার এ খবর প্রকাশ করে।
এই ঘাঁটিতে একটি আন্তর্জাতিক টাস্কফোর্স থাকবে, যেটি গাজার অভ্যন্তরে যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে গঠন করার সিদ্ধান্ত হয়েছিল। এতে কয়েক হাজার আমেরিকান সেনা মোতায়েন থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক ইয়েদিওথ আহরনোথ জানায়, গাজা সীমান্তে ওয়াশিংটন বড় একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়; যা ‘ইসরাইলে আমেরিকান তৎপরতার উল্লেখযোগ্য অগ্রগতি’।
ইসরাইলের এক সামরিক কর্মকর্তা বলেন, ইসরাইলের মাটিতে আমেরিকার ঘাঁটি স্থাপন প্রমাণ করে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে জড়িত থাকতে ওয়াশিংটন কতটা দৃঢ়প্রতিজ্ঞ।
সংবাদপত্রটি জানায়, প্রকল্পটি যুদ্ধ-পরবর্তী গাজায় স্থিতিশীলতা বাস্তবায়নে আমেরিকার প্রতিশ্রুতিকে জোরদার করে।
ইসরাইলি সংবাদপত্রটি সামরিক ঘাঁটি নির্মাণের সম্ভাব্য স্থান নিয়ে জরিপের ইঙ্গিত দিলেও এর সঠিক অবস্থান উল্লেখ করেনি। তাদের প্রতিবেদনে, আমেরিকা কিংবা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ ইসরাইলের কিরিয়াত গাটে আমেরিকা সমর্থিত সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারে (সিএমসিসি) আমেরিকার ২০০ সামরিক সদস্য রয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার ভিত্তিতে গত ১০ অক্টোবর গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার চুক্তি হয়। এছাড়া ট্রাম্পের পরিকল্পনায় গাজার পুনর্গঠন এবং হামাসের সংশ্লিষ্টতা ছাড়া নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। এছাড়া এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ও ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকি করতে ইসরাইলে সামরিক ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে আমেরিকা। গাজা সীমান্তের কাছে প্রায় ৫০ কোটি ডলার ব্যয়ে এই সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে। ইসরাইলি গণমাধ্যমের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি মঙ্গলবার এ খবর প্রকাশ করে।
এই ঘাঁটিতে একটি আন্তর্জাতিক টাস্কফোর্স থাকবে, যেটি গাজার অভ্যন্তরে যুদ্ধবিরতি বাস্তবায়ন পর্যবেক্ষণ করতে গঠন করার সিদ্ধান্ত হয়েছিল। এতে কয়েক হাজার আমেরিকান সেনা মোতায়েন থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির দৈনিক ইয়েদিওথ আহরনোথ জানায়, গাজা সীমান্তে ওয়াশিংটন বড় একটি সামরিক ঘাঁটি স্থাপন করতে চায়; যা ‘ইসরাইলে আমেরিকান তৎপরতার উল্লেখযোগ্য অগ্রগতি’।
ইসরাইলের এক সামরিক কর্মকর্তা বলেন, ইসরাইলের মাটিতে আমেরিকার ঘাঁটি স্থাপন প্রমাণ করে ফিলিস্তিন-ইসরাইল সংঘাতে জড়িত থাকতে ওয়াশিংটন কতটা দৃঢ়প্রতিজ্ঞ।
সংবাদপত্রটি জানায়, প্রকল্পটি যুদ্ধ-পরবর্তী গাজায় স্থিতিশীলতা বাস্তবায়নে আমেরিকার প্রতিশ্রুতিকে জোরদার করে।
ইসরাইলি সংবাদপত্রটি সামরিক ঘাঁটি নির্মাণের সম্ভাব্য স্থান নিয়ে জরিপের ইঙ্গিত দিলেও এর সঠিক অবস্থান উল্লেখ করেনি। তাদের প্রতিবেদনে, আমেরিকা কিংবা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বর্তমানে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের জন্য দক্ষিণ ইসরাইলের কিরিয়াত গাটে আমেরিকা সমর্থিত সিভিল মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টারে (সিএমসিসি) আমেরিকার ২০০ সামরিক সদস্য রয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার ভিত্তিতে গত ১০ অক্টোবর গাজা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি জিম্মিদের মুক্তি দেওয়ার চুক্তি হয়। এছাড়া ট্রাম্পের পরিকল্পনায় গাজার পুনর্গঠন এবং হামাসের সংশ্লিষ্টতা ছাড়া নতুন শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলা হয়।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরাইলি গণহত্যায় ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হন। এছাড়া এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

রোবোটিক প্রযুক্তির সহায়তায় চিকিৎসা বিজ্ঞানে নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে। স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সার্জনরা বিশ্বের প্রথম দূরবর্তী স্ট্রোক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন বলে সোমবার বিবিসি জানিয়েছে।
৯ ঘণ্টা আগে
গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্ততায় হওয়া যুদ্ধবিরতির পরও ইসরাইল প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। সংস্থাটির এক বিশ্লেষণে দেখা গেছে, গত এক মাসে ঘোষিত যুদ্ধবিরতির ৩১ দিনের মধ্যে অন্তত ২৫ দিনই গাজায় ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগে
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত ইমেইলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বহুবার উল্লেখ করেছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা নতুন ইমেইল নথিতে এ তথ্য উঠে এসেছে।
৯ ঘণ্টা আগে