ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সতর্ক করে বলেছেন, তার দেশে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে নিকোলাস মাদুরো এ হুঁশিয়ারি দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
মাদুরো দাবি করেন, ট্রাম্পকে ঘিরে থাকা মহল ভেনেজুয়েলায় সশস্ত্র পদক্ষেপকে ‘উস্কানি’ দিচ্ছে। তার মতে, এটি মার্কিন প্রেসিডেন্টকে ধ্বংসের দিকে ঠেলে দেবে।
তিনি বলেন, ভেনেজুয়েলা ব্যবহার করে ‘ট্রাম্পকে ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী গোষ্ঠীগুলো চেষ্টা করে চলেছে।’
মাদুরো বলেন, ‘তারা চায় প্রেসিডেন্ট ট্রাম্প তার জীবনের সবচেয়ে গুরুতর ভুল করুন এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হোক, যা তার নেতৃত্ব এবং রাজনীতির অবসান ঘটাবে।’
ট্রাম্পকে নানাভাবে চাপ ও উস্কানি দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন মাদুরো। তিনি দাবি করেন, এই উসকানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষদের কাছ থেকেই নয়, ট্রাম্পের আশপাশের কিছু মানুষের মধ্য থেকেও এই উসকানি আসছে।
তিনি আরো বলেন, ভেনেজুয়েলা ওয়াশিংটনের সঙ্গে মুখোমুখি সংলাপের জন্য প্রস্তুত। এসময় কূটনৈতিকভাবে সমস্যা সমাধান করার ওপর জোর দেন তিনি।
মাদুরো বলেন, দেশটি গত ১৬ সপ্তাহ ধরে ‘হুমকি, মানসিক আগ্রাসন ও নজরদারি’ সহ্য করে এসেছে। আর এতে বলিভারিয়ান সশস্ত্র বাহিনী আরও সক্রিয় ও সংগঠিত হয়েছে, মিলিশিয়াও সম্প্রসারিত ও প্রশিক্ষিত হয়েছে, আর জনগণ শান্তভাবে সামরিক পরিকল্পনাকে সমর্থন করছে।
এরআগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মাদুরোর সঙ্গে ‘আলোচনা হতে পারে, কারণ ভেনেজুয়েলা আলোচনা করতে চায়।’
আরএ


তুরস্ক সফরে যাচ্ছেন জেলেনস্কি
এপস্টেইন তদন্তের নথিপত্র প্রকাশের অনুমতি মার্কিন কংগ্রেসের