বিশেষ প্রতিনিধি, কলকাতা
দেশের অন্যান্য শহরের মতো কলকাতাতেও পবিত্র ঈদুল আজহা শনিবার পালিত হবে। যাদের সামর্থ্য আছে, তারা কোরবানি করবেন। গরু, ছাগল, উট বা দুম্বা জাতীয় পশু কোরবানি করা হয়ে থাকে। এই কোরবানি উপলক্ষে অন্যান্য বারের মতো এ বছরও শহর কলকাতার বেশ কয়েকটি স্থানে বিশেষ অস্থায়ী হাট শুরু হয়েছে। এই হাটগুলোতে মূলত ছাগল বা খাসি পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও দুম্বাও রয়েছে। হেস্টিংস এলাকায় দুম্বা দেখতে এবং কেনাকাটা করতে ব্যাপক ভিড় হচ্ছে।
এ দিন প্রতিবেদক নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট ও রাজাবাজার নারকেলডাঙা এলাকা পরিদর্শন করেন। জাকারিয়া স্ট্রিটে স্থানীয় কাউন্সিলর আয়েশা কানিজের উদ্যোগে অস্থায়ী হাট বসেছে। বহু দূরদূরান্ত থেকে ছাগল ও দুম্বা বিক্রি করতে এসেছেন অনেকেই। প্রতিবেদক তাদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও আলোচনা করেন। গরু নিয়ে বিজেপি রাজনীতি করার কারণে এবার অনেকেই গরু কোরবানি দিচ্ছেন না, ফলে ছাগল কিংবা দুম্বার দিকে বেশি ঝোঁক দেখা যাচ্ছে।
নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিটে দুম্বা বিক্রি করতে এসেছেন মুর্শিদাবাদের পশু ব্যবসায়ী মিঠু শেখ। তিনি এ বছরই প্রথম এখানে এসেছেন। মিঠু শেখ জানান, মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার রতনপুরে মুন্না শেখের পশু খামারে তিনি একজন কর্মচারী হিসেবে কাজ করেন। কোরবানির সময় পশু, বিশেষ করে দুম্বার চাহিদা থাকে, তাই ৩৫টি দুম্বা নিয়ে এখানে এসেছেন। আরও কয়েকজন দুম্বা বিক্রি করছেন।
দাম জিজ্ঞেস করতেই জানা গেল, ছোট সাইজের একটি দুম্বার দাম দেড় লাখ টাকা। মিঠু বা অন্য বিক্রেতা জাব্বারের কাছে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত দামের দুম্বা রয়েছে। অন্যদিকে, এই অস্থায়ী পশু মার্কেটে কুড়ি হাজার টাকার মধ্যে অনেক খাসি পাওয়া যাচ্ছে, আবার লাখ টাকার উপরে অনেক খাসিও রয়েছে। খাসি বিক্রির জন্য হুগলির এক বাসিন্দা মোস্তাক আলী জানান, তিনি বেশ কয়েক বছর ধরে এখানে আসছেন এবং অন্যান্য বাজারের তুলনায় এখানে বেশি দাম পাওয়া যায়।
দুপুরবেলা ক্রেতাদের ভিড় তেমন থাকে না, তবে বিকেল এবং সন্ধ্যার পরে বহু মানুষ দামদর করা বা কেনাবেচার জন্য আসেন। দেখা গেল, একজন আশি হাজার টাকা দিয়ে দুম্বা কিনলেন। আলিমুদ্দিন স্ট্রিটের ওই বাসিন্দা বলেন, ‘দাম কিছুটা বেশি লাগল ঠিকই, তবে কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, তাই দুম্বা কিনলাম।’
দেশের অন্যান্য শহরের মতো কলকাতাতেও পবিত্র ঈদুল আজহা শনিবার পালিত হবে। যাদের সামর্থ্য আছে, তারা কোরবানি করবেন। গরু, ছাগল, উট বা দুম্বা জাতীয় পশু কোরবানি করা হয়ে থাকে। এই কোরবানি উপলক্ষে অন্যান্য বারের মতো এ বছরও শহর কলকাতার বেশ কয়েকটি স্থানে বিশেষ অস্থায়ী হাট শুরু হয়েছে। এই হাটগুলোতে মূলত ছাগল বা খাসি পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও দুম্বাও রয়েছে। হেস্টিংস এলাকায় দুম্বা দেখতে এবং কেনাকাটা করতে ব্যাপক ভিড় হচ্ছে।
এ দিন প্রতিবেদক নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিট ও রাজাবাজার নারকেলডাঙা এলাকা পরিদর্শন করেন। জাকারিয়া স্ট্রিটে স্থানীয় কাউন্সিলর আয়েশা কানিজের উদ্যোগে অস্থায়ী হাট বসেছে। বহু দূরদূরান্ত থেকে ছাগল ও দুম্বা বিক্রি করতে এসেছেন অনেকেই। প্রতিবেদক তাদের সঙ্গে কথা বলেন, পাশাপাশি ক্রেতাদের সঙ্গেও আলোচনা করেন। গরু নিয়ে বিজেপি রাজনীতি করার কারণে এবার অনেকেই গরু কোরবানি দিচ্ছেন না, ফলে ছাগল কিংবা দুম্বার দিকে বেশি ঝোঁক দেখা যাচ্ছে।
নাখোদা মসজিদ সংলগ্ন জাকারিয়া স্ট্রিটে দুম্বা বিক্রি করতে এসেছেন মুর্শিদাবাদের পশু ব্যবসায়ী মিঠু শেখ। তিনি এ বছরই প্রথম এখানে এসেছেন। মিঠু শেখ জানান, মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার রতনপুরে মুন্না শেখের পশু খামারে তিনি একজন কর্মচারী হিসেবে কাজ করেন। কোরবানির সময় পশু, বিশেষ করে দুম্বার চাহিদা থাকে, তাই ৩৫টি দুম্বা নিয়ে এখানে এসেছেন। আরও কয়েকজন দুম্বা বিক্রি করছেন।
দাম জিজ্ঞেস করতেই জানা গেল, ছোট সাইজের একটি দুম্বার দাম দেড় লাখ টাকা। মিঠু বা অন্য বিক্রেতা জাব্বারের কাছে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত দামের দুম্বা রয়েছে। অন্যদিকে, এই অস্থায়ী পশু মার্কেটে কুড়ি হাজার টাকার মধ্যে অনেক খাসি পাওয়া যাচ্ছে, আবার লাখ টাকার উপরে অনেক খাসিও রয়েছে। খাসি বিক্রির জন্য হুগলির এক বাসিন্দা মোস্তাক আলী জানান, তিনি বেশ কয়েক বছর ধরে এখানে আসছেন এবং অন্যান্য বাজারের তুলনায় এখানে বেশি দাম পাওয়া যায়।
দুপুরবেলা ক্রেতাদের ভিড় তেমন থাকে না, তবে বিকেল এবং সন্ধ্যার পরে বহু মানুষ দামদর করা বা কেনাবেচার জন্য আসেন। দেখা গেল, একজন আশি হাজার টাকা দিয়ে দুম্বা কিনলেন। আলিমুদ্দিন স্ট্রিটের ওই বাসিন্দা বলেন, ‘দাম কিছুটা বেশি লাগল ঠিকই, তবে কোরবানি দেওয়ার সামর্থ্য আল্লাহ দিয়েছেন, তাই দুম্বা কিনলাম।’
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৩ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৩ ঘণ্টা আগে