
পাঠকমেলার ঈদ উপহারে হাসলেন ছিন্নমূলেরা
কোরবানির ঈদে ছিন্নমূল ও অসহায় মানুষকে গরুর মাংসের তেহারি, জর্দা ও ৫০০ মিলিলিটার মিনারেল ওয়াটার দিয়েছেন পাঠকমেলার সদস্যরা। এপ্রিলের ১২ তারিখ। পাঠকমেলার কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্যরা বৈঠকে বসেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সঙ্গে।










