আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করে যা বললো ভারত

আমার দেশ অনলাইন
বাংলাদেশ সরকারের বক্তব্য প্রত্যাখ্যান করে যা বললো ভারত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড উসকানি দিচ্ছেন এবং আসন্ন সংসদ নির্বাচনে বাধা সৃষ্টি করতে পারেন । এই অভিযোগের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ভারতের ভূমি কখনো বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমের জন্য ব্যবহার হয়নি।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর এই দাবি জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা সবসময় পুনর্ব্যক্ত করেছে যে—বাংলাদেশে মুক্ত, ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া উচিত। এছাড়া শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

ভারত আশা প্রকাশ করেছে যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা করবে এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে, অন্তর্বর্তী সরকার তলব করেছে ভারতীয় হাইকমিশনারকে এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরবর্তীতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সরকার অভিযোগ করেছে, ভারতের ভূখণ্ড থেকে আওয়ামী লীগের পলাতক সদস্যরা আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত ও বাস্তবায়নে সহায়তা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনা নিয়মিত উসকানিমূলক বক্তব্য দিয়ে তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানাচ্ছেন, যা দেশের আইনশৃঙ্খলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন