গাজায় ফিরছে হাজার হাজার ফিলিস্তিনি

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯: ৪৪
ফাইল ছবি

দশ হাজারেরও বেশি ফিলিস্তিনি তাদের উত্তর গাজার ভূমিতে ফেরার জন্য যাত্রা শুরু করেছেন।

শুক্রবার সকালে হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই তারা যাত্রা শুরু করেছেন।

বিজ্ঞাপন

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির আওতায় সম্মত অবস্থানগুলোতে থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি নিয়ে চুক্তি অনুমোদন দেয় ইসরাইল সরকার। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজা যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে। চুক্তিতে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে।

তার আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান—তার দেয়া ২০ শান্তি পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরাইল। যুদ্ধিবিরতি চুক্তির খবেরে স্বস্তি নেমেছে গাজায়। ইসরাইলে উল্লাস করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত