আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় মর্কিন বাহিনীর ওপর হামলায় সৌদি আরবের নিন্দা

আমার দেশ অনলাইন
সিরিয়ায় মর্কিন বাহিনীর ওপর হামলায় সৌদি আরবের নিন্দা

সিরিয়ায় পুরাতন শহর পালমিরার কাছে একটি যৌথ অভিযান চলাকালীন সময়ে মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রোববার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

হামলাটি সেই সময় ঘটেছিল যখন সিরিয়ার বাহিনী এবং মার্কিন কর্মীরা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করছিল। এই ঘটনায় দুই মার্কিন সৈন্য এবং একজন বেসরকারি দোভাষী নিহত হন।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব বারবার সকল ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করেছে এবং চরমপন্থী হিংসার শিকার হওয়া সকল দেশের প্রতি একাত্মতা প্রকাশ করেছে। এছাড়াও, সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক প্রচেষ্টা এবং অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে তারা।

সূত্র: আল আরাবিয়া

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন