হোম > সারা দেশ > রংপুর

কুড়িগ্রাম জেলা যুবদল সভাপ‌তি মারা গেছেন

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপ‌তি ও জেলা মোটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান ক‌বির মারা গে‌ছেন। সোমবার (২৯ ডি‌সেম্বর) রাত পৌ‌নে ১১ টার দি‌কে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পির সদস্য স‌চিব সোহেল হোসনাইন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বেশ কিছুদিন থেকেই রায়হান ক‌বির আর্থ্রায়‌টিজ এবং কিড‌নি জ‌নিত রো‌গে ভুগ‌ছি‌লেন। অসুস্থতা সত্ত্বেও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি ঢাকায় যান। অনুষ্ঠা‌নে অংশ নেওয়ার পরই বেশি অসুস্থ হ‌য়ে প‌ড়েন। প‌রে তা‌কে রাজধানীর ইউনাই‌টেড হাসপাতা‌লে নেওয়া হয়। অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে লাইফ সা‌পোর্ট রাখা হয়। সোমবার রাত পৌ‌নে ১১ টার দি‌কে চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

তার মৃত্যুতে কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। একজন পরিচ্ছন্ন ও দলের জন্য সর্বদা নিয়জিত এমন নেতা পাওয়া খুবই দুরূহ বলে জানান অনেকে।

রাজিবপুর উপজেলা যুবদল কর্মী বুলবুল সরকার বলেন, ' রায়হান ভাই ছিলেন একজন বিচক্ষণ রাজনীতিবিদ। জেলা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত নেতা-কর্মীদের কিভাবে সংগঠিত রাখা যায় সে ব্যাপারে তার দারুণ দক্ষতা ছিলো।'

জেলা বিএন‌পির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, ' দলের দুর্দিনে রায়হান অগ্রণী ভূমিকা রেখেছে।সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত রেখেছে। তার মৃত্যুতে আমরা একজন নিবে‌দিত কর্মী ও সজ্জন মানুষকে হারালাম।

তার মরদেহ ঢাকা থে‌কে কু‌ড়িগ্রা‌মে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।'

ঢাকা-২০ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

অস্ত্র কিনতে এসে খাগড়াছড়িতে যৌথবাহিনীর হাতে আটক

নির্বাচনি হলফনামায় সম্পদের যে বিবরণ দিলেন হাসনাত আব্দুল্লাহ

একই আসনে ভিন্ন দলে বাবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন হান্নান মাসুদ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গিয়াস ও শাহ আলমকে বিএনপি থেকে বহিষ্কার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি

অজ্ঞান পার্টির হোতা ‘স্প্রে বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার

মাদরাসা সুপারের গাফিলতিতে বৃত্তির স্বপ্নভঙ্গ ১১ পরীক্ষার্থীর

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাটগ্রামে বিএনপি ও জামায়াতকে জরিমানা

নেত্রকোনা-৪ আসনে স্বামী-স্ত্রী উভয়ই সংসদ সদস্য প্রার্থী