হোম > সারা দেশ > রাজশাহী

ধর্ষণ মামলার পলাতক আসামি ২৩ বছর পর গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাফিজুর রহমান (৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শাকপালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাফিজুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

সদরের ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. লাল মিয়া বলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এ দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। সেই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। কিন্তু আদালতে আত্মসমর্পণ না করে তিনি দেশের বিভিন্ন জায়গায় ছদ্মনাম ও ছদ্মবেশে ঘুরে বেড়িয়ে বরাবরই আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে আসছিলেন। সর্বশেষ তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর গুচ্ছ গ্রামে পরিবার নিয়ে বসবাস করছিলেন।

মামলা সূত্রে জানাযায়, রংপুরের এক তরুণীকে নিয়ে পালিয়ে বিয়ে করেন হাফিজুর। এ ঘটনার পর তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। মামলার রায় হওয়ায় যাবজ্জীবন সাজা ঘোষণা হলেও হাফিজুর দীর্ঘদিন পলাতক ছিলেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, দীর্ঘ পর্যবেক্ষণ, গোপন অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশেষে হাফিজুর রহমানের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

সৌদি আরবে কর্মস্থলে দগ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

দক্ষিণ বন বিভাগের ড্রাইভার রঞ্জনের বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি

বেপরোয়া গতির থ্রিহুইলার উল্টে নিহত চালক

বিএনপি নব্য আওয়ামী ফ্যাসিবাদের মতো হচ্ছে: ব্যারিস্টার ফুয়াদ

কক্সবাজারের ৯ থানায় দায়িত্ব নিলেন নতুন ওসি

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কার্যালয় ভাঙচুর

তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

অর্থনৈতিক অঞ্চল স্থাপনে বেজার কাছে হস্তান্তর ১০৭ একর জমি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ কমরউদ্দিনের বাড়িতে হামলা

একমঞ্চে এসে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার চাইলেন পাঁচ নেতা