হোম > সারা দেশ > খুলনা

যশোরে পার্কিং করা বাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন সুপারভাইজার

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর উপশহরের পার্ক-সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এতে বাসের ভেতরের অংশ পুড়ে গেলেও ইঞ্জিন অক্ষত রয়েছে। আর বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন পাশে থাকা বস্তির লোকজন।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর হঠাৎ বাসের ভেতরে আগুন দেখতে পান তারা। কাছে গিয়ে দেখা যায়, ভেতরে কেউ নেই, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে পাশের লোকজন ছুটে এসে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বাসটির সুপারভাইজার মাগুরা শ্রীপুরের হান্নান খান জানান, তাদের বাসটি (মাগুরা জ-১১-০০০৭) যশোর-মাগুরা রোডে নিয়মিত চলাচল করে। প্রতিদিনের মতো রাতেও বাসটি উপশহর এলাকায় পার্কিং করে রাখা হয়।

তিনি বলেন, রাতে বাসের ভেতরেই ছিলাম। ভোরে বাসায় ফেরার পর খবর পাই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের সিট ও বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে, তবে ইঞ্জিন অক্ষত রয়েছে।

স্থানীয়দের দাবি, পার্কিং করা বাসের পাশে উপশহর বস্তি হওয়ায় আগুনটি যদি বস্তিতে ছড়িয়ে পড়তো, তাহলে অসংখ্য ঘর ভস্মীভূত হতো। তাদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ড্রাইভারের সিটের পাশের জানালা ভেঙে ভেতরে আগুন দেওয়া হয়েছে। ঘটনাস্থলে নিয়মিত থাকা নৈশপ্রহরী তখন পাশে চা খেতে গিয়েছিলেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

মহিলা দলের দুই কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ জামায়াতকর্মীর বিরুদ্ধে

আ.লীগের নাশকতার প্রতিবাদে চরফ্যাশনে বিক্ষোভ

চাহিদাভিত্তিক শিক্ষা ব্যবস্থাই গড়ে তুলবে দক্ষ প্রজন্ম: মিলন

‘নুরাল পাগলার’ লাশ তুলে পোড়ানোর ঘটনায় আড়াই মাস পর মামলা

ভাঙ্গায় সড়কের পাশে লাগেজ ভর্তি পেট্রোলবোমা উদ্ধার

বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান মিথ্যা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা বহিষ্কার

৫৩ বছরে ক্ষমতা প্রেমিক দেখেছি, দেশ প্রেমিক দেখিনি

আ.লীগের ২ নেতাকে ছাড়িয়ে নিতে থানা উড়িয়ে দেয়ার হুমকি যুবদল নেতার

খাদ্যের গুণমান রক্ষায় পরিবেশবান্ধব স্মার্ট প্যাকেজিং উন্নয়নে কর্মশালা